পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IFA meets ATK MB: বল গড়ানোর দিনে লিগে অংশগ্রহণের বিষয়ে ধোঁয়াশা জারি বাগানে

বল গড়ানোর দিনেই কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণের বিষয়ে ধোয়াশা জারি রাখল এটিকে মোহনবাগান (IFA meets ATK MB)৷ এই নিয়ে আইএফএ-র ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Calcutta premier division league)।

IFA meets ATK Mohun Bagan to discuss Calcutta premier division league
বল গড়ানোর দিনেই লিগে অংশগ্রহণের বিষয়ে ধোয়াশা জারি এটিকে এমবি-র

By

Published : Jul 12, 2022, 10:11 AM IST

কলকাতা, 12 জুলাই: বকেয়া অর্থ মেটানোর ব্যাপারে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার উদ্যোগর উপরেই কলকাতা লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে (IFA meets ATK MB)। সোমবার আইএফএ-র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Calcutta premier division league)। তিনি এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরেও রয়েছেন । চলতি মরসুমে কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগ তিন প্রধানকে সঙ্গে নিয়ে করতে চাইছে আইএফএ ।

গতবছর লিগ হলেও কলকাতার দুই প্রধান অংশ নেয়নি । চলতি বছরে লিগে অংশগ্রহণের বিষয়ে ইস্টবেঙ্গল আশ্বাস দিলেও এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি আইএফএ-র ডাকা প্রিমিয়ার লিগ সংক্রান্ত বৈঠকে ছিলেন না । তাই সবুজ মেরুনের অবস্থান বুঝতেই মোহনবাগান সচিবের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্বরূপ বিশ্বাস ।

"এটিকে মোহনবাগান আমাদের জানিয়েছে তারা আইএফএ-র সঙ্গে রয়েছে । কিন্তু আইএফএ-র কাছে তাদের বকেয়া অর্থ মেটানোর বিষয়টি ফয়সালা হচ্ছে না । বকেয়া প্রদানের ক্ষেত্রেও অন্য বড় ক্লাবের সঙ্গে তাদের পার্থক্য রয়েছে । সেই অর্থ মেটানোর ব্যাপারে আইএফএ-র অবস্থান জানার পর এটিকে মোহনবাগানের ডিরেক্টরদের বোর্ডে বিষয়টি আলোচনা হবে । তারপর খেলার ব্যাপারে ছবি স্পষ্ট করতে পারবেন দেবাশিস বাবু ।” বলেছেন আইএফএ-র ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ।

আরও পড়ুন:ইচ্ছে থাকলেও কলকাতা লিগে অংশগ্রহণ এখন বড়সড় চ্যালেঞ্জ লাল-হলুদের কাছে

একইসঙ্গে তিনি যোগ করেছেন, "এটিকে মোহনবাগান ফুটবলাররা 24মে অবধি খেলেছে। তারপর ফুটবলাদের দু'মাসের ছুটি দেওয়া হয়েছে বলে দেবাশিস দত্ত জানিয়েছেন । এই অবস্থায় আমরা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে গভর্নিং বডির সামনে এটিকে মোহনবাগানের বিষয়টি রাখব । তার পরে যে সিদ্ধান্ত হবে সেটাই জানানো হবে । কারণ আর্থিক বিষয়ে সবুজ সংকেত দেওয়ার বিষয়টি আমাদের হাতে নয় । অর্থ দফতরের উপর নির্ভর করবে ।"

আশ্বাস এবং বায়নাক্কার ঘেরাটোপে এটিকে মোহনবাগানের লিগে অংশ নেওয়ার বিষয়টি ঝুলে রইল । অথচ 29 জুলাই থেকে এটিকে মোহনবাগান তাদের ক্লাবের মাঠে অনুশীলন করছে । কোচ জুয়ান ফেরান্দোর নতুন মরসুমের জন্য পরিকল্পনার তালিকায় এএফসি কাপ, ডুরান্ড কাপ ,আইএসএল রয়েছে । সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি । তাই ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগানের অংশগ্রহণের জটিলতার মধ্যেই আইএফএ-কে প্রিমিয়র ডিভিশন চালু করতে হবে ।

এদিকে দু'বছর পরে পঞ্চম ডিভিশনের এ এবং বি গ্রুপের খেলা দিয়ে ফুটবলাররা মাঠে নামলেন কলকাতা লিগে । সেই কারণে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । একইসঙ্গে ময়দানকে জীবিকার সেতু করে বেঁচে থাকা মানুষগুলো ঘুরে দাঁড়ানোর রসদ পেলেন । ঘোড়সওয়ার পুলিশ, ছোলা-প্যাটিস বিক্রেতা, ময়দানের ক্যান্টিন - ফুটবলের হাত ধরে সকলের হাসি ফিরল । এ এবং বি গ্রুপের খেলার শুরুতে ফুটবলারদের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি সচিব অনির্বাণ দত্ত ।

ABOUT THE AUTHOR

...view details