কলকাতা, 6 জুন: ঘণ্টা দু'য়েকের বৈঠকের শেষেও প্রথম ডিভিশন লিগের জট খুলল না। মঙ্গলবার ছিল প্রথম ডিভিশন লিগের গ্রুপ বিন্যাস এবং লটারি। কিন্তু ঘণ্টা দু'য়েক ধরে চলা বৈঠকে অবনমন এবং উত্তরণ নিয়ে সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে রইলেন। ফলে সিদ্ধান্তে পৌঁছন সম্ভব হল না। একই সঙ্গে 25 জুন থেকে প্রিমিয়র ডিভিশনের পাশাপাশি প্রথম ডিভিশন লিগ শুরু করার আইএফএ'র পরিকল্পনা সম্ভবত ভীষণভাবে ধাক্কা খেতে চলেছে। 24টি ক্লাবদল এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে নিয়ে প্রথম ডিভিশনে মোট পঁচিশটি দল অংশ নিচ্ছে। কিন্তু কতগুলো দল উন্নীত হবে আর কতগুলো দলের অবনমন হবে তা নিরে বিতর্কের সূত্রপাত।
এই বিতর্কের কেন্দ্রে রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী এবং দুই নেতার ক্লাব। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, দমকল মন্ত্রী সুজিত বসু'র শ্রীভূমি স্পোর্টিং ছাড়াও প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ক্লাব বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব এবং মুখ্যমন্ত্রীর ছোট ভাই কালীঘাট স্পোর্টস লাভার্স ক্লাবে ঘিরেই বিতর্কের সূত্রপাত। যাদের সঙ্গে গলা মেলাচ্ছে অন্য কয়েকটি ক্লাব। আইএফএ অফিসে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। প্রথমবার আইএফএ অফিসে শুধু আসলেন না, বেলঘড়িয়া অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করলেন। শ্রীভূমির প্রতিনিধিত্ব করেন রাকেশ ঝা, সুরুচি সংঘের প্রতিনিধি ছিলেন স্বরূপ বিশ্বাস, কালিঘাট স্পোর্টস লাভার্সের প্রতিনিধি ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়।