পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের

Brij Bhushan Sharan Singh on meeting with Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎকারের আপাতত কোনও খবর তাঁর কাছে নেই ৷ আজ সকালে এমনটাই জানালেন ব্রিজভূষণ শরণ সিং ৷ তবে, শাহর সঙ্গে বৈঠক হলে তিনি সেখানে কুস্তি বা ফেডারেশন নিয়ে আলোচনা করবেন না-বলেও দাবি করলেন ডব্লিউএফআইয়ের প্রাক্তন সভাপতি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 12:48 PM IST

Updated : Dec 25, 2023, 1:20 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: অমিত শাহ তাঁকে কেন ডেকেছেন ? সেখানে কি ডব্লিউএফআইয়ের নবনির্বাচিত বোর্ডের সাসপেনশন নিয়ে আলোচনা হবে ? সোমবার সকালে প্রাক্তন ডব্লিউএফআই সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে এই প্রশ্নগুলি করে সংবাদ মাধ্যম ৷ কিন্তু, শাহ-সাক্ষাতের বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন বিজেপি সাংসদ ৷ জানালেন, যদি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তাহলেও কুস্তি নিয়ে আলোচনা করবেন না ৷ এমনকী আজও তাঁকে বলতে শোনা গেল, কুস্তি এবং খেলার রাজনীতি থেকে তিনি অবসর নিয়েছেন ৷

রবিবার ক্রীড়ামন্ত্রক ভারতের কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ৷ পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে, অ্যাড-হক কমিটি গঠন করে ফেডারেশনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার ৷ যতদিন না-ক্রীড়ামন্ত্রক পরবর্তী নির্দেশ দিচ্ছে, ততদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট সঞ্জয় কুমার এবং তাঁর বোর্ডের সদস্যরা সাসপেন্ড থাকবেন ৷ মূলত, ডব্লিউএফআইয়ের সংবিধানকে উলঙ্ঘন করে অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ ঘোষণা করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রক ৷

ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্তের পর গতকাল রাতে সংবাদসংস্থা এএনআই জানায়, ব্রীজভূষণ শরণ সিংকে ডেকে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷ জল্পনা শুরু হয়, ডব্লিউএফআই নিয়ে আলোচনা করতেই হয়তো তাঁকে ডেকে পাঠিয়েছেন শাহ ৷ কিন্তু, আজ সকালে ব্রীজভূষণ তাঁর দিল্লির বাংলো থেকে বেরনোর সময় দাবি করেন, তাঁর কাছে অমিত শাহের তলবের কোনও খবর নেই ৷ তিনি বলেন, "আমার কাছে এমন কোনও ডাক আসেনি ৷ তবে উনি আমাদের দলের শীর্ষনেতা ৷ ডাকলে আমি অবশ্যই যাব ৷ অমিত শাহ জি-র সঙ্গে দেখা করলেও আমি কুস্তি নিয়ে আলোচনা করব না ৷ আমি আগেই জানিয়েছি কুস্তি বা কুস্তির রাজনীতি থেকে আমি অবসর নিয়েছি ৷"

ব্রীজভূষণ সাফ দাবি করেন, "সঞ্জয় সিং তাঁর কাজ করবেন ৷ আমি আমার কাজ করব ৷ কুস্তির সমস্যা সরকার এবং নির্বাচিত ফেডারেশনের নিজেদের বিষয ৷ এখানে আমার কিছু করার নেই ৷" উল্লেখ্য, গতকালই নবনির্বাচিত ফেডারেশন বোর্ডের সমর্থনে কথা বলেছিলেন ব্রীজভূষণ ৷ তিনি জানিয়েছিলেন, 31 ডিসেম্বর ফেডারেশনের এবছরের সেশন শেষ হয়ে যাচ্ছে ৷ সেই কারণেই সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ফেডারেশনের বোর্ড, নোটিফিকেশন ছাড়াই 25টি রাজ্য সংস্থার লিখিত সম্মতিতে অনুর্ধ্ব-15 ও অনুর্ধ্ব-20 জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজনের কথা ঘোষণা করেছিল ৷

আরও পড়ুন:

  1. নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং
  2. 'সঞ্জয় সিং আমার আত্মীয় নন', ডব্লিউএফআইয়ের সাসপেনশনে সাফাই ব্রিজভূষণের
  3. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের
Last Updated : Dec 25, 2023, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details