পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

I-League Clubs : ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই আইএসএল খেলুক আই লিগ জয়ী, কুশল দাসকে চিঠি দিল ক্লাবগুলি - I League Clubs

আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজি ফি 15 কোটি টাকা ৷ যা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হয় (I-League clubs write to AFC and AIFF) ৷

I-League Clubs News
আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি ফি 15 কোটি টাকা

By

Published : May 25, 2022, 3:13 PM IST

নয়াদিল্লি, 25 মে : এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক দাতুক সেরি উইন্ডসর জন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর সাধারণ সম্পাদক কুশল দাসকে চিঠি লিখল আই লিগের ক্লাবগুলি ৷ তাতে অনুরোধ করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই যেন আই লিগজয়ী দলকে আইএসএলে অংশগ্রহণ করতে দেওয়া হয় (I-League clubs write to AFC and AIFF) ৷

ক্লাবগুলি দাবি করেছে, ক্রীড়াগত যোগ্যতা এবং এআইএফএফ দ্বারা নির্ধারিত জাতীয় ক্লাব লাইসেন্সিং মানদণ্ড পূরণের ভিত্তিতেই আই লিগের বিজয়ীকে 2022-23 মরশুম থেকে আইএসএল-এ অন্তর্ভুক্ত করা উচিত । ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘আই লিগ 2022-23 এর বিজয়ীকে আইএসএল-এ উন্নীত করা হবে এবং এএফসি দ্বারা ফুটবল ক্যালেন্ডারে সাম্প্রতিক পরিবর্তন আনা হয়েছে ৷ 2021-2022 সালের আই লিগ বিজয়ী এবং 2022-23 আই লিগ বিজয়ীর মধ্যে ওই ম্যাচের পর 2022-23 এএফসি কাপ প্রতিযোগিতার জন্য দল বেছে নেওয়া হবে ৷ এআইএফএফ-এর ওই ম্যাচ করার সিদ্ধান্তের বিষয়ে আরও স্পষ্টতা প্রয়োজন ।’’

আরও পড়ুন : আইএসএল লিগজয়ী দলের পুরস্কার মুল্য বেড়ে হল সাড়ে তিন কোটি টাকা

প্রসঙ্গত, বর্তমানে আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজি ফি 15 কোটি টাকা ৷ যা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হয় ৷ অন্যদিকে, আগামী মরশুম থেকেই নতুন চেহারায় দেখা মিলবে আইএসএল-এর । প্রতিযোগিতাকে আরও উত্তেজক করার লক্ষ্যেই বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে । লিগ পর্বের সেরা 4টি দল নয়, প্লে-অফে উঠবে লিগ পর্বের সেরা 6 দল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details