পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hyderabad win ISL : পেনাল্টি শুটআউটে বাজিমাত কাট্টিমণির, প্রথমবার আইএসএল ট্রফি এল নিজামের শহরে - Hyderabad win ISL

প্রথমবার ক্যাবিনেটে ট্রফি তুলতে মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি, দুই দলই (Hyderabad FC beat Kerala Blasters in ISL final) ৷

Hyderabad
আইএসএল এল নিজামের শহরে

By

Published : Mar 20, 2022, 10:34 PM IST

Updated : Mar 20, 2022, 11:04 PM IST

ফতোরদা, 20 মার্চ : দাক্ষিণাত্যের ডার্বিতে শেষ হাসি হাসল হায়দরাবাদ এফসি ৷ ইয়োলো আর্মিকে হারিয়ে প্রথমবার আইএসএলের ট্রফি ঘরে তুলল নিজামের শহর (Hyderabad FC win ISL) ৷

68 মিনিটে দলকে এগিয়ে দেন রাহুল কেপি ৷ 71 মিনিটের মাথায় শৌভিক চক্রবর্তীর বদলে সাহিল তাভোরাকে মাঠে নামান কোচ ম্যানুয়েল রোকা ৷ শেষ বাঁশি বাজার ঠিক দু'মিনিট আগে গোল করে সমতা ফেরান তিনি ৷ নির্ধারিত 90 মিনিট ড্র থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা ৷ অতিরিক্ত সময়ে গোলসংখ্যা বাড়াতে পারেনি কোনও দলই ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে লক্ষ্মীকান্ত কাট্টিমণির বিশ্বস্ত হাতের সৌজন্যে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফির স্বাদ পেল হায়দরাবাদ এফসি ৷

গোটা ম্যাচেই অবশ্য আধিপত্য নিয়ে খেলেছে কেরালা ব্লাস্টার্স ৷ দুটি শট বারে প্রতিহত না হলে এদিন ট্রফি নিয়ে আনন্দে মাতার কথা ইভান ভুকোমানোভিচের ছেলেদেরই ৷ টাইব্রেকারে জাতীয় দলের ব্রাত্য কাট্টিমণির পরপর দুটি সেভের দৌলতে ট্রফি গেল নিজামের শহরে ৷

আরও পড়ুন : কেরালায় ভেঙে পড়ল স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি, আহত শতাধিক

Last Updated : Mar 20, 2022, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details