ফতোরদা, 20 মার্চ : দাক্ষিণাত্যের ডার্বিতে শেষ হাসি হাসল হায়দরাবাদ এফসি ৷ ইয়োলো আর্মিকে হারিয়ে প্রথমবার আইএসএলের ট্রফি ঘরে তুলল নিজামের শহর (Hyderabad FC win ISL) ৷
68 মিনিটে দলকে এগিয়ে দেন রাহুল কেপি ৷ 71 মিনিটের মাথায় শৌভিক চক্রবর্তীর বদলে সাহিল তাভোরাকে মাঠে নামান কোচ ম্যানুয়েল রোকা ৷ শেষ বাঁশি বাজার ঠিক দু'মিনিট আগে গোল করে সমতা ফেরান তিনি ৷ নির্ধারিত 90 মিনিট ড্র থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা ৷ অতিরিক্ত সময়ে গোলসংখ্যা বাড়াতে পারেনি কোনও দলই ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে লক্ষ্মীকান্ত কাট্টিমণির বিশ্বস্ত হাতের সৌজন্যে প্রথমবার ফাইনালে উঠেই ট্রফির স্বাদ পেল হায়দরাবাদ এফসি ৷