পশ্চিমবঙ্গ

west bengal

HS Prannoy: এগিয়ে থেকেও ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে হার! ব্রোঞ্জেই থামতে হল প্রণয়কে

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 8:21 AM IST

Updated : Aug 27, 2023, 9:20 AM IST

BWF World Badminton Championship 2023: প্রথম গেমে জিতেও 'সোনা'র স্বপ্নপূরণ করতে পারলেন না এইচএস প্রণয়। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে হেরে ব্রোঞ্জ পদকেই থামতে হল এই ভারতীয় শাটলারকে ৷ সেমিফাইনালে কুনলাভুত ভিতিদসার্নের কাছে 21-18, 13-21 এবং 14-21 ব্যবধানে হার শিকার করেন প্রণয় ৷

HS Prannoy
ব্রোঞ্জেই থামতে হল প্রণয়কে

কোপেনহেগেন, 27 অগস্ট:শনিবার ডেনমার্কের কোপেনহেগেনে 3 গেমের লড়াইয়ে হেরে গেলেন এইচএস প্রণয়। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বপ্ন ছিল সোনার পদকের। অল্পের জন্য সেই স্বপ্নভঙ্গ হল এই ভারতীয় শাটলারের ৷ প্রথম গেমে জিতেও বিশ্বের তিন নম্বর থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নের কাছে তিন গেমের লড়াইয়ে হারলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা ৷ স্কোর 21-18, 13-21 এবং 14-21 ৷ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালে হেরে তাই ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট হতে হল ভারতীয় শাটলার এইচএস প্রণয়কে ৷

প্রণয় অবশ্য এই পদক জয়ে ইতিহাস গড়ে ফেলেছেন ৷ এই প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোনও পদক জিতলেন তিনি ৷ এদিন খেলার শুরুতে এগিয়ে যান ভারতীয় তারকা। কিন্তু পালটা আক্রমণ শানাতে থাকেন থাইল্যান্ড শাটলারও । 2-4 পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় টানা তিনটি পয়েন্ট জিতে 5-4 এগিয়ে যান তিনি। তবে, প্রথম গেমে জেতেন প্রণয় ৷ কিন্তু খেলার শেষ দিকে আর পেরে ওঠেননি প্রণয়। প্রথম গেমে হারার পর দারুণভাবে ম্যাচে ফিরে এসেছেন ভিতিদসার্ন। এভাবেই তিনি বুঝিয়ে দিয়ছেন কেন তিনি বিশ্বের তিন নম্বর চ্যাম্পিয়ন ৷ এর আগে সেমিতে পৌঁছনোর ম্যাচে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা ভিক্টর অ্যাক্সেলসেন হারান এইচএস প্রণয় ৷

এদিকে, ব্রোঞ্জ জয়কে ছোট সাফল্য হিসেবে দেখছেন না প্রণয়। তিনি বলেন, "সাফল্যের পথে এটাই প্রথম ধাপ ৷ ব্যক্তিগতভাবে এই ব্রোঞ্জ পদকও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই আমার প্রথম পদক। প্রায় 12 বছরের চেষ্টায় এই সাফল্য পেয়েছি। সকলেই পদক জিততে চায়। আমিও চাইতাম। সোনা জিততে না-পারাটা অবশ্যই হতাশার। ব্রোঞ্জ থেকেই হয়তো ভালো কিছুর শুরু হল।" পাশাপাশি বিএআই (ব্যাডমিন্টন অ্যাশোসিয়েশন অফ ইন্ডিয়া) মহাসচিব ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রণয়ের ব্রোঞ্জ জয়কে প্রশংসা করেছেন ৷ তিনি বলেছেন, "একটা প্রতিযোগিতায় দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারনো সহজ নয়। এই পদক প্রণয়ের কঠোর পরিশ্রমের প্রমাণ ৷" প্রণয়ের পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস।

আরও পড়ুন:ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে প্রণয়, ডাবলসে হার সাত্বিক-চিরাগ জুটির

Last Updated : Aug 27, 2023, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details