ঝাজ্জর (হরিয়ানা), 27 সেপ্টেম্বর: হরিয়ানা থেকে এশিয়াডে 89 জন খেলোয়াড় অংশ নিয়েছেন ৷ তাঁদের মধ্যে 9 জন ঝাজ্জর জেলার ৷ এদের অধিকাংশের থেকেই পদক জয়ের আশা করা হচ্ছে ৷ তাঁদের মধ্যে চারজন কুস্তিগীর এশিয়াডে কুস্তির বিভিন্ন ক্যাটাগরিতে পদক জয়ের দৌড়ে রয়েছেন ৷ বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগীর দীপক পুনিয়া, অলিম্পিকস পদক জয়ী বজরং পুনিয়া, বিশ্ব চ্যাম্পিয়ন আমন সেহরাওয়াত এবং বিকাশ কুমারকে স্বর্ণপদকের অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছে ৷ কুস্তিগীর বজরং পুনিয়া এবং দীপক পেহলওয়ান ছাড়া গ্রামের লালা দিওয়ান চাঁদ আখড়ায় কুস্তির প্রস্তুতি নিয়েছিলেন এশিয়াডে যাওয়ার আগে ৷
এই দুই কুস্তিগীরকে নিয়ে লালা দিওয়ান চাঁদ আখড়ার প্রশিক্ষক বীরেন্দ্র বলেন, ‘‘আমি দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং দীপক পেহলওয়ানকে তাঁদের পুরো শক্তি প্রয়োগ করতে বলেছি ৷ কুস্তির ময়দানে নেমে প্রচেষ্টায় কোনও খামতি থাকা উচিত নয় ৷ জয়-পরাজয় পরের বিষয় ৷ তবে, নিজের দিক থেকে কোনও ত্রুটি থাকা উচিত নয় ৷ সমগ্র দেশের অনুভূতি এবং ঈশ্বরের আশীর্বাদ সব খেলোয়াড়ের সঙ্গে আছে ৷’’
এছাড়াও ঝাজ্জার জেলার মনু ভাকের এবং পালক গুলিয়া শুটিংয়ে, ফুটবলে রিতু রানি, লন টেনিসে সুমিত নাগাল এবং বাস্কেটবলে অমিত কুমার এশিয়াডে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন ৷ ফুটবলে মেয়েদের দল গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছে ৷ বাকি সকলের কাছ থেকে পদকের আশা করা হচ্ছে ৷ ঝাজ্জর জেলার ক্রীড়া দফতরের আধিকারিক ললিতা বলেন, ‘‘ঝাজ্জর জেলা খেলাধুলায় বরাবরই এগিয়ে ৷ এখানে খেলোয়াড়রা বিশ্ব মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন ৷ জেলার 9 জন খেলোয়াড়ের সকলে পদক জিতে ফিরবেন বলে আশা করছি ৷ ঝাজ্জরের জেলাশাসক শক্তি সিং সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
আরও পড়ুন:'দেশের পতাকা সবার উপরে, এই অনুভূতি বলে বোঝানোর নয়'; উপলব্ধি অশ্বারোহণে সোনাজয়ী কলকাতার অনুষের
এশিয়াডে ভারতের পারফরম্যান্স: তৃতীয় দিনের শেষে এশিয়াডের পদক তালিকায় ভারত 6 নম্বরে রয়েছে ৷ যেখানে 4টি সোনা, 5টি রুপো, 7টি ব্রোঞ্জ-সহ মোট 16টি পদক জিতেছে ভারত ৷ উল্লেখ্য, 2018 সালে এশিয়াডে ভারতের 570 সদস্যের দল মোট 80টি পদক জিতেছিল ৷ এ বছর এশিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন 655 জন খেলোয়াড় ৷