কলকাতা, 24 এপ্রিল : কার্যকরী কমিটির দ্বিতীয় বৈঠকে যে অস্বস্তির সামনে পড়েছিলেন, সাধারণ সভায় (General Meeting of Mohun Bagan) তার কিছুই সামলাতে হল না মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে ৷ সচিব হিসেবে প্রথম সাধারণ সভা ‘ফিল গুড’ পরিবেশেই শেষ করলেন তিনি ৷ শনিবার বিকেল সাড়ে চারটের সময় সাধারণ সভা শুরু হয় মোহনবাগান ক্লাব তাঁবুতে ৷ তবে, বিদায়ী সচিব না থাকলেও, বাকিরা সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দেবাশিস দত্তকে ৷
এ দিনের সাধারণ সভায় মোহনবাগানকে নতুন পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার ছিল উপস্থিত কার্যকরী কমিটির সদস্যের মুখে ৷ তবে, মোহনবাগান ক্লাব এখনও তাদের সভাপতি বেছে নিতে পারেনি । যা নিয়ে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে ৷ এ দিনের সাধারণ সভায় মোহনবাগান সচিব জানিয়েছেন, ক্লাবের মূল প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামে করা হবে ৷ আর নবগঠিত জিমের নাম হবে প্রখ্যাত ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে ৷ ভারতীয় ফুটবলের প্রয়াত দুই কিংবদন্তিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
অন্যদিকে, ডুরান্ড কাপ দিয়ে নতুন মরসুম শুরু করবে মোহনবাগান ক্লাব ৷ তবে, কলকাতা লিগে অবশ্য অংশগ্রহণ করবে মোহনবাগান ৷ আর পূর্ণ শক্তি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মোহনবাগান কলকাতা লিগ খেলতে নামবে বলে জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত ৷ এ বার মোহনবাগান মহিলা ফুটবল দল তৈরির করবে বলে জানিয়েছেন তিনি ৷ একই ভাবে হকি দল তৈরি করে কলকাতা হকি লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন সবুজ-মেরুন ক্লাবকর্তারা (Hockey and Tennis are Returning to Mohun Bagan Club) ৷ তবে, যেমন-তেমন ভাবে দল গড়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি ৷ জানিয়েছেন, খেতাব জয়ের উপযোগী দলই তৈরি করা হবে ৷
মোহনবাগানে হকি-টেনিস ফেরানোর ঘোষণা দেবাশিস দত্তর আরও পড়ুন : Santosh Trophy : মহীতোষের দুরন্ত গোলে সন্তোষে সেমির পথে বাংলা
আগে মোহনবাগান ক্লাবে টেনিস দল ছিল ৷ সেই টেনিসকে আবারও ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন দেবাশিস দত্ত ৷ উন্নত মানের ঘাসের টেনিস কোর্ট তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷ যাতে পেশাদার খেলোয়াড়রা অংশ নিতে পারেন ৷ এটিকে মোহনবাগানের ফুটবলাররা যাতে ক্লাবের মাঠে অনুশীলন করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে ৷ তার জন্য দ্রুত মোহনবাগান মাঠ সংস্কার করা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে ৷