পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hira on His Future : ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হীরা

ইস্টবেঙ্গলের জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন (Hira Mondal wants to play for East Bengal next season) ৷ জানালেন হীরা ৷

Hira on His Future
ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হীরা

By

Published : Mar 9, 2022, 11:09 PM IST

কলকাতা, 9 মার্চ : দল হতাশ করলেও অভিষেক মরশুমে নিজেকে প্রমাণ করেছেন তিনি ৷ ফলস্বরূপ আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই পাঁচটি ক্লাবের প্রস্তাব তাঁর কাছে । তবে ইস্টবেঙ্গলই তাঁর প্রথম পছন্দ। জানিয়ে দিলেন হীরা মণ্ডল ৷ কারণ লাল-হলুদ জার্সিতেই যে বেড়ে ওঠা তাঁর। যদিও ভালবাসা এবং পেশাদারিত্ব, দু'য়ের টানাপোড়েনের মধ্যে খুব বেশিদিন অপেক্ষা করতে রাজি নন হীরা মণ্ডল।

হীরা বলছেন, "ইস্টবেঙ্গল ক্লাবে আমার বেড়ে ওঠা। এই ক্লাবেই খেলতে চাই। তবে আমার কাছে আরও পাঁচটি ক্লাবের প্রস্তাব রয়েছে। ইস্টবেঙ্গলের জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব (Hira Mondal wants to play for East Bengal next season) ৷" আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও রূপালি রেখা হীরা তাঁর সদ্য সমাপ্ত শেষ হওয়া মরশুমের পারফরম্যান্স নিয়ে বলছেন, "কোনও সুযোগ হাতছাড়া করতে আমি রাজি ছিলাম না। তাই যখনই মাঠে নেমেছি তখনই নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেছি। চোট, লকডাউন সবকিছু মিলে খারাপ অবস্থায় ছিলাম। আমার কাছে আইএসএল একটা চ্যালেঞ্জ ছিল। দেখাতে চয়েছিলাম বাঙালির ফুটবল শেষ হয়ে যায়নি। বাঙালি ফুটবলাররাও আইএসএলে খেলতে পারে।"

আরও পড়ুন :হাতে মায়ের মুখের উল্কি করিয়ে নারী দিবসে জন্মদাত্রীকে শ্রদ্ধার্ঘ্য হীরার

জাতীয় দলই পরবর্তী লক্ষ্য ৷ তাও জানালেন বাঙালি ডিফেন্ডার ৷ এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স এবার সদস্য সমর্থকদের হতাশ করেছে। আইএসএলের পয়েন্ট টেবিলে সবার শেষে লাল-হলুদ। এ ব্যাপারে হীরা বলেছেন, "আমরাও হতাশ। আমার ব্যক্তিগত পারফরম্যান্স হয়তো ভাল, তা বলে খুশি নই। এতবড় ক্লাব, এত সমর্থক তারা খুশি না হলে আমরা খুশি হব কি করে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details