নোভে মেস্টো (চেক প্রজাতন্ত্র), 18 অগাস্ট : আগের মাসেই আন্তর্জাতিক স্তরে পাঁচটি সোনা জিতেছিলেন । এবার ফের শীর্ষ স্থান দখল করলেন ঢিং এক্সপ্রেস হিমা দাস । প্রথাগত 200 বা 400 মিটার নয় । চেক প্রজাতন্ত্র 300 মিটারের দৌড়ে অংশগ্রহণ করে সোনা জেতেন হিমা । চেক প্রজাতন্ত্রের নোভে মেস্টোয় অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটে হিমা দাসের পাশাপাশি সোনা জেতেন ভারতীয় স্প্রিন্টার মহম্মদ আনাসও ।
এর আগে গতমাসে 200 মিটার বিভাগে 15 দিনের ব্যবধানে চারটি সোনার পদক জিতেছেন 19 বছর বয়সি হিমা । গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা ।