পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ষষ্ঠ সোনা, দৌড় অব্যাহত হিমার

ফের শীর্ষ স্থান দখল করলেন ঢিং এক্সপ্রেস হিমা দাস । প্রথাগত 200 বা 400 মিটার নয় । চেক প্রজাতন্ত্র 300 মিটারের দৌড়ে অংশগ্রহণ করে সোনা জেতেন হিমা ।

ষষ্ঠ সোনা, দৌড় অব্যাহত হিমার

By

Published : Aug 18, 2019, 5:55 PM IST

নোভে মেস্টো (চেক প্রজাতন্ত্র), 18 অগাস্ট : আগের মাসেই আন্তর্জাতিক স্তরে পাঁচটি সোনা জিতেছিলেন । এবার ফের শীর্ষ স্থান দখল করলেন ঢিং এক্সপ্রেস হিমা দাস । প্রথাগত 200 বা 400 মিটার নয় । চেক প্রজাতন্ত্র 300 মিটারের দৌড়ে অংশগ্রহণ করে সোনা জেতেন হিমা । চেক প্রজাতন্ত্রের নোভে মেস্টোয় অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটে হিমা দাসের পাশাপাশি সোনা জেতেন ভারতীয় স্প্রিন্টার মহম্মদ আনাসও ।

এর আগে গতমাসে 200 মিটার বিভাগে 15 দিনের ব্যবধানে চারটি সোনার পদক জিতেছেন 19 বছর বয়সি হিমা । গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা ।

পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচ দিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা জেতেন । সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । এরপর ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 23.43 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে মরশুমের চতুর্থ সোনা নিজের নামে করেছিলেন সোনার মেয়ে । 400 মিটারের দৌড়েও সোনা জেতেন তিনি । এবার সোনা এল 300 মিটারের ট্র্যাকে ।

---

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details