পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2022 আড়াই বছর পর ডার্বি শহরে, কড়া নিরাপত্তা বলয়ে যুবভারতী

আগামী 28 অগস্ট ডুরান্ড কাপে যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গল(Emami East Bengal)। রবিবার সন্ধ্যে ছ'টা থেকে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকাও।

ETV Bharat
Durand Cup 2022

By

Published : Aug 26, 2022, 9:00 PM IST

কলকাতা, 26 অগস্ট: 16 অগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে টুর্নামেন্ট ৷ কিন্তু শহরের ফুটবলপ্রেমীরা হা-পিত্যেশ করে বসে রয়েছেন 28 অগস্টের অপেক্ষায় ৷ কারণ আড়াই বছর পর ওইদিনই শহরে ফের অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্য়ের ইস্ট (Emami East Bengal) -মোহন (ATK Mohun Bagan) ডার্বি ৷ বহু প্রতীক্ষিত বড় ম্যাচে আগামী রবিবার (Vivekananda Yuba Bharati Krirangan) ফুটবলপ্রেমীদের ভিড় যে উপচে পড়বে, সে কথা বলাই বাহুল্য ৷ স্বভাবতই কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে যুবভারতীতে ক্রীড়াঙ্গনকে ৷

কলকাতা ম্যাচের আগে বিধাননগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার দেবস্মিতা দাস জানান, খেলার দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে মোতায়েন থাকবে প্রায় 2 হাজার পুলিশ কর্মী ৷ পাশাপাশি খেলার টিকিট ব্ল্যাক আটকানোর জন্য স্টেডিয়ামের চারপাশের টহল দেবে বিধাননগর পুলিশের 50 জনের একটি বিশেষ বাহিনী।

খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করেছে বিধাননগর পুলিশ। সিগারেট, ম্যাচ বক্স, জলের বোতল এবং যে কোনওরকম বাজি নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢোকার বিষয়টি বিবেচনা করে দেখা হবে, এমনটাই জানান তিনি। বাইক, চার চাকা-সহ বিভিন্ন গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সুভাষ সরোবর অঞ্চল এবং নির্দিষ্ট খালপাড়ে ব্যবস্থা করা হয়েছে। সেখানেই গাড়ি রাখতে হবে ফুটবল অনুরাগীদের ৷

বভারতী স্টেডিয়ামেফুটবল প্রেমীদের ভিড় উপচে বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

আরও পড়ুন:মোহনবাগানের প্রবেশদ্বারে পেলে, মারাদোনা ও সোবার্স

কোনওরকম গণ্ডগোলের আশঙ্কা এড়াতে মাইকিং করার পাশাপাশি লাগাতার টহলদারি চলবে পুলিশের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরে আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে আনুমানিক 60 হাজার দর্শক প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক।

ABOUT THE AUTHOR

...view details