লন্ডন, 20 এপ্রিল : যে কোনও খেলাই সুন্দর তার অনুরাগীদের জন্য ৷ তবে ফুটবলের গ্যালারিতে অনুরাগীদের উন্মাদনা বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে ৷ প্রয়োজনে ফুটবলের গ্যালারি কতটা মানবিক হতে পারে, তা সাম্প্রতিক সময়ে উপলব্ধি করেছে বিশ্ব ৷ মঙ্গলবার আবারও করল ৷ সন্তানহারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্যাকুল হল নর্থ-ওয়েস্ট ডার্বির গ্যালারি (Heartwarming gesture of football fans for Cristiano Ronaldo at Anfield) ৷
মঙ্গলবার লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ যদিও সন্তানশোকে বিধ্বস্ত রোনাল্ডো মাঠে নামার মত পরিস্থিতিতে ছিলেন না এদিন ৷ পার্টনার জর্জিনার পাশে থাকতে মঙ্গলবারের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ তবে ম্যাচে না-থাকলেও গ্যালারিতে অনুরাগীদের মধ্যে রইলেন সিআর সেভেন ৷ রোনাল্ডোর নবজাতকের মৃত্যুর কারণে দু'দলই মাঠে নেমেছিল কালো আর্মব্যান্ড পরে ৷