পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Juan Ferrando Reaches Kolkata: শহরে জুয়ান ফেরান্দো, প্রণয় আর প্রীতম থাকছেন সবুজ মেরুনেই - Juan Ferrando reaches kolkata to coach ATK Mohun Bagan

ময়দানের ঘাসে ফের ফুটবল ফুটবল গন্ধ। বৃহস্পতিবার সকালেই শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো। কাল মোহনবাগান দিবস থেকেই শুরু হবে দলের অনশীলন (Mohun Bagan to start practise session for this season from tomorrow)

Juan Ferrando Reaches Kolkata
শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো

By

Published : Jul 28, 2022, 12:55 PM IST

Updated : Jul 28, 2022, 1:13 PM IST

কলকাতা,28 জুলাই: ময়দানে ফুটবল প্রাণ ফিরে পেতে চলেছে। নীচের ডিভিশনের ফুটবল লিগ আগেই শুরু হয়েছে। প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হবে পরের সপ্তাহে। এরই মধ্যে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানে ফুটবল বিভাগে সলতে পাকানোর কাজ শুরু। এক কথায় ময়দানের ঘাসে এখন ফুটবল ফুটবল গন্ধ। বৃহস্পতিবার সকালেই শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando reaches kolkata to coach ATK Mohun Bagan)।

সকাল সাড়ে আটটা নাগাদ তিলোত্তমায় পা রাখলেন সবুজ-মেরুনের হেড স্য়ার ৷ এটিকে মোহনবাগান অনুশীলন শুরু করবে শুক্রবার থেকে। মোহনবাগান দিবসের জন্য নতুন ভাবে সেজে উঠেছে মোহনবাগান ক্লাব তাঁবু। মোহনবাগান দিবসেই শুরু হবে এটিকে মোহনবাগানের অনুশীলন। ঘরের ছেলেদের ধরে রাখারষ বিষয়ে এবার উদ্যোগ এটিকে মোহনবাগানের। এদিকে আজই শহরে আসছে ইস্টবেঙ্গলের সহকারী বিনো জর্জ।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, আজ শহরে বিনো জর্জ

প্রীতম কোটালের সঙ্গে চুক্তি করে ফেলেছে এটিকে মোহনবাগান। স্টিফেন কনস্টানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব পাওয়ার পরেই শোনা গিয়েছিল প্রীতম কোটালকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে ইস্টবেঙ্গল। তবে তা হচ্ছে না। প্রীতম থাকছেন তাঁর পুরনো ক্লাবেই। বুধবারই ইমামির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় এই মরশুমে ইস্টবেঙ্গলের হেড কোচ হচ্ছেন স্টিফেন। তার পর থেকেই লাল-হলুদের দল গঠন নিয়ে বিভিন্ন জল্পনার কথা শোনা যাচ্ছিল।
প্রীতমের মতো সবুজে মেরুনে থাকছেন প্রণয় হালদারও। শোনা গিয়েছিল প্রীতমের পাশাপাশি প্রণয় হালদারকেও নাকি তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। তবে তিনিও থেকে যাচ্ছেন এটিকে মোহনবাগানে। কিছুদিনের মধ্যে প্রণয়ের কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। শোনা গিয়েছিল জুয়ান ফেরান্দোর দলে নিয়মিত সুযোগ নাও পেতে পারেন প্রণয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ট্রান্সফার ফি দিয়ে এই বাঙালি ফুটবলারকে নাকি দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। তবে তা যে হচ্ছে না সেটা বোঝা যাবে কিছুদিন পরে। ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ। ১৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা। আপাতত সেইরকমই ঠিক রয়েছে। কলকাতা লিগে সুপার সিক্সে উঠে রয়েছে এটিকে মোহনবাগান। তবে শুধু তারা নয়, সময়ের অভাবে তিন বড় দলকেই সুপার সিক্সে তুলে দিয়েছে আইএফএ। ফলে সামনে অনেক ম্যাচ। সেগুলির জন্য আলাদা করে প্রস্তুতি নেবে মোহনবাগান।

Last Updated : Jul 28, 2022, 1:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details