বার্মিংহ্যাম, 6 অগস্ট: কমনওয়েলথ গেমসের অষ্টম দিন স্মরণীয় করে রাখলেন বজরং-সাক্ষী-দীপক । একই দিনে সোনা জিতলেন দেশের তিন কুস্তিগীর । দু'টি ব্রোঞ্জ-সহ ঘরে এসেছে আরও তিনটি পদক । অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে পোডিয়ামের মাঝখানটাই বরাদ্দ ছিল অংশু মালিকের জন্য । সবমিলিয়ে শুক্রবারের চাঁদনি রাতে উজ্জ্বল হয়ে রইলেন দেশের মল্লযোদ্ধারা (Hat Trick Of Gold Medals For India In Wrestling)।
এদিন জয়যাত্রার সূচনা হয়েছিল বজরং পুনিয়ার হাত ধরে । 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে 9-2 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ভারতীয় তারকা । গোল্ড কোস্টের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতলেন তিনি (Bajrang Punia Triumph At Commonwealth Games) ।
এরপরেই দেশকে সোনা এনে দেন সাক্ষী মালিকও ৷ 62 কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে কানাডার আনা গোদিনেজ গঞ্জালেজের বিরুদ্ধে একসময় ০-৪ পিছিয়ে পড়েছিলেন। এরপরেই টানা চারটি পয়েন্ট জেতেন । শেষ পর্যন্ত পয়েন্ট সমান হওয়ায় ‘ভিকট্রি বাই ফল’-এর বিচারে বাজিমাত করেন তিনি (Sakshi Malik wins Gold) ।