ভিওয়ানি (হরিয়ানা), 24 সেপ্টেম্বর: ভিওয়ানি জেলার আলাখপুরা গ্রাম পরিচিত 'মিনি ব্রাজিল' হিসেবে। এই গ্রামের মেয়েদের ফুটবল প্রতিভা সর্বজনবিদিত ৷ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নাম কুড়িয়েছেন গ্রামের মেয়েরা। সম্প্রতি এখানকার 16টি মেয়েকে নিয়ে তৈরি দল দিল্লিতে ফুটবলের সুব্রত কাপে (এফএসসি) অংশ নিয়েছিল ৷ সিকিম এবং পশ্চিমবঙ্গকে হারিয়েছিল দলটি। প্রায় 5 হাজার জনসংখ্যার একটি গ্রামে আলখপুরায় ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ নেই। প্রায় প্রতিটি বাড়ির মেয়েরা ফুটবল মাঠে প্রতিদিন অনুশীলন করে। এই মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ফুটবল দলে নিজেদের জায়গা ধরে রাখছেন। ওই গ্রামের 25 জনেরও বেশি মেয়েভারতের সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র দলে জায়গা পেয়েছেন ৷
মিনি ব্রাজিল নামে খ্যাত আলাখপুরা গ্রামের ফুটবলে দেশ ও বিশ্বে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করছে ৷ আলাখপুরার কোচ সোনিকা বিজরানিয়া বলেন, "এই গ্রামের মেয়েরা যে দলেই সুযোগ পেয়েছে সেখানে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে ৷ 2015 ও 2016 সালে দু'বার সুব্রত কাপ জিতেছে। এখান থেকে প্র্যাকটিস করে অনেক মেয়ে সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ভারতীয় রেলওয়ে, শিক্ষা বিভাগ, অসম রাইফেলস এবং ক্রীড়া বিভাগ-সহ এখানকার ফুটবলাররা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরিতেও নিযুক্ত হয়েছে। এই গ্রামেরই একটি দল 2015 সলে জাতীয় গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল।"