পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mini Brazil in Haryana : হরিয়ানার আলাখপুরা গ্রাম এখন 'মিনি ব্রাজিল', কেন হল এমনটা? জেনে নিন বিস্তারিত... - ফুটবল

হরিয়ানার ভিওয়ানি জেলার আলাখপুরা গ্রামে প্রতিদিন শ'য়ে শ'য়ে মেয়ে ফুটবল প্র্যাকটিস করে ৷ তাই জায়গাটি 'মিনি ব্রাজিল' নামেই পরিচিত স্থানীয়দের কাছে। ওই গ্রামের 25 জনেরও বেশি মেয়ে ভারতের সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র দলে জায়গা পেয়েছেন ৷ জেনে নিন ওঁদের অদম্য লড়াইয়ের গল্প ৷

হরিয়ানার আলাখপুরা গ্রাম
Mini Brazil

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:01 AM IST

Updated : Sep 24, 2023, 10:11 AM IST

ভিওয়ানি (হরিয়ানা), 24 সেপ্টেম্বর: ভিওয়ানি জেলার আলাখপুরা গ্রাম পরিচিত 'মিনি ব্রাজিল' হিসেবে। এই গ্রামের মেয়েদের ফুটবল প্রতিভা সর্বজনবিদিত ৷ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নাম কুড়িয়েছেন গ্রামের মেয়েরা। সম্প্রতি এখানকার 16টি মেয়েকে নিয়ে তৈরি দল দিল্লিতে ফুটবলের সুব্রত কাপে (এফএসসি) অংশ নিয়েছিল ৷ সিকিম এবং পশ্চিমবঙ্গকে হারিয়েছিল দলটি। প্রায় 5 হাজার জনসংখ্যার একটি গ্রামে আলখপুরায় ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ নেই। প্রায় প্রতিটি বাড়ির মেয়েরা ফুটবল মাঠে প্রতিদিন অনুশীলন করে। এই মেয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ফুটবল দলে নিজেদের জায়গা ধরে রাখছেন। ওই গ্রামের 25 জনেরও বেশি মেয়েভারতের সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র দলে জায়গা পেয়েছেন ৷

মিনি ব্রাজিল নামে খ্যাত আলাখপুরা গ্রামের ফুটবলে দেশ ও বিশ্বে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করছে ৷ আলাখপুরার কোচ সোনিকা বিজরানিয়া বলেন, "এই গ্রামের মেয়েরা যে দলেই সুযোগ পেয়েছে সেখানে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে ৷ 2015 ও 2016 সালে দু'বার সুব্রত কাপ জিতেছে। এখান থেকে প্র্যাকটিস করে অনেক মেয়ে সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ভারতীয় রেলওয়ে, শিক্ষা বিভাগ, অসম রাইফেলস এবং ক্রীড়া বিভাগ-সহ এখানকার ফুটবলাররা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরিতেও নিযুক্ত হয়েছে। এই গ্রামেরই একটি দল 2015 সলে জাতীয় গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল।"

তাঁর কথায়, "এখান থেকে 25 জন মেয়ের দেশের সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র দলে জায়গা হয়েছে ৷ এছাড়াও, এই গ্রামের 10টি মেয়ে ভুবনেশ্বরে অনূর্ধ্ব-17 জাতীয় গেমসে অংশগ্রহণ করেছে ৷ চিনের হ্যাংঝাউয়ে চলতি এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলে খেলছেন গ্রামের দুই মেয়ে- রিতু বাগাদিয়া এবং সঞ্জু যাদব ৷ এখানের মেয়েদের ফুটবল পটুতার জন্যই গ্রামটি 'মিনি ব্রাজিল' বলে পরিচিত। এখানে প্রতিদিন 200 জনেরও বেশি মেয়ে ফুটবল প্র্যাকটিস করে।"

আরও পড়ুন:ডেভিডের কাঁধে চড়ে ছুটছে মহমেডান, জয়ের হ্যাটট্রিক সাদা-কালোর

Last Updated : Sep 24, 2023, 10:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details