কলকাতা, 28 অগস্ট: 28 অগস্ট, 2022 ৷ আপামর বাংলার ক্রিকেট অনুরাগীদের কাছে ঐতিহাসিক হয়ে রইল দিনটা ৷ কারণ এই প্রথম একই রবিবার সন্ধেয় একদিকে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (Kolkata Derby) আর অন্যদিকে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷ এমন ঘটনা কি সত্যিই আগে ঘটেনি ? ইতিহাস ঘেঁটে প্রখ্যাত ক্রীড়া পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় (Hariprasad Chattopadhyay) জানালেন, না, এমন দিন এর আগে আসেনি।
জমজমাট রবিবাসরীয় সন্ধেয় দুই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ডার্বির ইতিহাস নিয়ে বলেন, "1997 সালের 13 জুলাই যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ফেড কাপ সেমিফাইনালে 1 লক্ষ 31 হাজার 881 জন দর্শক এসেছিলেন। গোটা এশিয়া মহাদেশে ক্লাব ফুটবলে এত দর্শক কোনওদিন দেখা যায়নি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বাইচুং ভুটিয়া। তারপরেই কলকাতা লিগের ডার্বিতে যুবভারতীতে 1 লক্ষ 25 হাজার দর্শক হয়েছিল। এই দুই ক্লাবকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা চিরকালের ব্যাপার। গত আড়াই বছর কলকাতায় কোনও ডার্বি হয়নি। শেষ চারটে ডার্বি হয়েছে গোয়াতে। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে আজকে যেভাবে উত্তেজনার স্রোত বয়ে যাচ্ছে সেই স্রোত একটু বেশি তার কারণ আড়াই বছর পর কলকাতায় ডার্বি হচ্ছে। যুবভারতীতে প্রথম ডার্বি হয় 1984 সালের 28 সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনালে। বহু ডার্বিতে 1 লক্ষ লোকের সমাগম হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এমনই দুটি নাম যা লোকের মনে চিরকাল গেঁথে থাকবে।"
অন্যদিকে ভারত-পাক স্নায়ুর লড়াই নিয়ে হরিপ্রসাদবাবু বলেন, "ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজকে বিশ্বের সবথেকে হাইভোল্টেজ ক্রিকেট সিরিজ বলা হয়ে থাকে। কিন্তু ভারত-পাকিস্তান দু'দলের লড়াই শুধু ক্রিকেট ম্যাচ নয়, আত্মসম্মানের ম্যাচ। মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতই ভারত-পাকিস্তান দুই দেশের ডার্বি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যেমন জয়ের জন্য সবকিছু করতে পারে ভারত-পাকিস্তানও তেমনই জয়ের জন্য সবকিছু করতে পারে। ইডেনেও আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছি ৷ ওডিআই বিশ্বকাপ, কুড়ি-বিশের বিশ্বকাপ বা এশিয়া কাপ যেখানেই ভারত-পাকিস্তান মুখোমুখি হোক না কেন, তাকে ঘিরে একটা আলাদা উত্তেজনা, আবেগ সংক্রামিত হয় দু'দেশের সমর্থকদের মধ্যে।