পিংলা, 30 জুন : 130 কোটির দেশবাসীর প্রত্য়াশা নিয়ে টোকিয়ো পাড়ি দেবেন জঙ্গলমহলের কন্যা প্রণতি নায়েক (Pranati Nayak) । দেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিয়ো অলিম্পিকসে প্রতিনিধিত্ব করবেন পশ্চিম মেদিনীপুরের পিংলার 26 বছরের এই জিমন্যাস্ট ৷ 2016-র রিও অলিম্পিকসে মঞ্চে বিশ্ববাসীকে ভারতীয় জিমন্যাস্টদের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন দীপা কর্মকার ৷ দীপার পর দ্বিতীয় বাঙালি জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকসের মঞ্চে তেরঙ্গা ওড়াতে প্রস্তুত জঙ্গলমহলের মেয়ে প্রণতি ৷
অলিম্পিকসের দামামা বেজে গিয়েছে ৷ 23 জুলাই দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ-এর পর্দা উঠবে (2020 Summer Olympics ) । চলবে 8 অগস্ট পর্যন্ত । এবার আর ত্রিপুরার দীপা কর্মকার নয়, জিমন্যাস্টিক্স বিভাগে 130 কোটির স্বপ্নের পতাকাটি যিনি বহন করতে চলেছেন তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক । জঙ্গলমহলের জেলার প্রত্যন্ত গ্রামের 26 বছরের তরুণী কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ৷
প্রণতি বলেছেন, "2019 -এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম । বিমে খুব ভাল একটা ছন্দ দেখাতে পারিনি । হতাশ হয়ে পড়েছিলাম । অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় ভাবিনি অলিম্পিকসে যাওয়ার স্বপ্ন এভাবে পূরণ হবে । কিন্তু অতিমারির সময়ে কোনও প্রতিযোগিতা না থাকলেও নিজেকে ফিট রেখেছি । অলিম্পিকসে ভাল ফল করার চেষ্টা করব ।"