পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gunmen Threaten Leo Messi: সুপারমার্কেটে গুলি চালিয়ে মেসিকে বন্দুকবাজদের হুমকি - লিওনেল মেসিকে হুমকি বন্দুকবাজদের

আর্জেন্তিনার রোসারিও-তে মেসির শ্বশুর বাড়ির মালিকানাধীন সুপারমার্কটে সাতসকালে গুলি চালানোর অভিযোগ ৷ সেই সঙ্গে বিশ্বকাপ জয়ী মহাতারকাকে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা (Gunmen Threaten Leo Messi) ৷

Gunmen Threaten Messi ETV BHARAT
Gunmen Threaten Messi

By

Published : Mar 3, 2023, 4:21 PM IST

বুয়েন্স আইরস, 3 মার্চ: আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসিকে হুমকি বন্দুকবাজদের (Gunmen Threat Leonel Messi) ৷ আর্জেন্তিনার স্থানীয় সময় সকালে একদল বন্দুকবাজ রোসারিও-র একটি সুপারমার্কেটে গুলি চালায় ৷ জানা গিয়েছে, সেই ইউনিকো নামের সুপারমার্কেটটি মেসির শ্বশুর বাড়ির মালিকানাধীন ৷ সেখানেই একটি কার্ডবোর্ডে মেসিকে হুমকি দিয়েছে ওই বন্দুকবাজরা ৷ তবে, গুলি চালানোর ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷

কী লেখা ছিল ওই হুমকি বার্তায় ?

রোসারিও-র সুপার মার্কেটে দুই বন্দুকবাজ সাতসকালে প্রবেশ করেন বাইক নিয়ে ৷ সেখানে তাঁরা 12 রাউন্ড গুলি চালায় ৷ সেই সঙ্গে একটি কার্ডবোর্ডে লিও মেসির নামে একটি বার্তা ছেড়ে যায় দুষ্কৃতীরা ৷ তাতে লেখা ছিল, ‘‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি ৷ জাভকিন নিজেও একজন মাদক পাচারকারী ৷ তাই ও তোমার কোনও খেয়াল রাখবে না ৷’’ হুমকিতে মাদক পাচারকারীর প্রসঙ্গ থাকায়, বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে ৷ আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী মহাতারকাকে কেন মাদক পাচারকারীরা হুমকি দেবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷

তবে, হুমকিতে উল্লেখ থাকা জাভকিন কে ? যাকে বন্দুকবাজরা মাদক পাচারকারী বলে উল্লেখ করেছে ৷ প্রসঙ্গত, রোসারিও-র মেয়রের নাম পাবলো জাভকিন ৷ তাঁকেই কী মাদক পাচারকারী হিসেবে উল্লেখ করেছে দুষ্কৃতীরা ৷ সেই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি ৷ মেসির তরফেও এনিয়ে কোনও জবাব আসেনি ৷ কেন হঠাৎ করে মেসিকে হুমকি দিতে গেল তারা ? আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হলেন লিও মেসি ৷ তিনি আর্জেন্তিনার মানুষের কাছে ভগবানের সমান ৷

আরও পড়ুন:পিঠের অস্ত্রোপচারে বুমরাকে বিদেশ পাঠাচ্ছে বিসিসিআই

তবে, রোসারিও-তে দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের তাণডব বেড়ে চলেছে ৷ সেই সঙ্গে মাদক পাচারকারীদের দৌরাত্ম্য ৷ যার প্রভাব এবার সেদেশের মহাতারকার উপরে ৷ এনিয়ে রোসারিও-র মেয়র পাবল জাভকিন জানান, তিনি এই হুমকির পিছনে, তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনকেও সন্দেহ করেন বলে মনে করেন ৷ পুলিশ সুপারমার্কেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ পাশাপাশি, বন্দুকবাজরা কোথা দিয়ে এসেছে এবং কোন দিকে গেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details