কলকাতা, 29 নভেম্বর : সময় যত গড়াচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (BOA) প্রশাসনিক নির্বাচন নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে ৷ নির্বাচন ঘিরে অবস্থা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচন হবে কি না সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ।
শুক্রবার প্রার্থীপদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল । এরমধ্যেই নির্বাচন কমিশনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ মুখোপাধ্যায় । সরে যাওয়ার কারণ হিসেবে তিনি কোভিড-19 পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন । ইনডোর স্টেডিয়ামে নির্বাচনের স্থান ঠিক করা হয়েছিল । কিন্তু তার অনুমতি বাতিল করে দিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর । BOA নির্বাচন ঘিরে জমে ওঠা বিতর্কে বিরক্ত এবং ক্ষুব্ধ নাকি স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । ফলে নির্বাচন আয়োজনের জন্য অন্য জায়গা খুঁজতে হচ্ছে BOA কর্তাদের ।