কলকাতা, 4 সেপ্টেম্বর:কথামতো তিলোত্তমায় পা দিলেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ যিনি ভারতীয় খেলাধুলোর জগতে নতুন পোস্টার বয়। আঠারোর এই কিশোরের নৈপুণ্যের সামনে থমকে দাঁড়াতে হয় ম্যাগনাস কার্লসেনর মতো কিংবদন্তিকে। সম্প্রতি আজারবাইজানের বাকুতে আয়োজিত ফিডে বিশ্বকাপে সোনা জিততে না-পারলেও ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছেন দক্ষিণী দাবাড়ু। কলকাতায় টাটা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এই কিশোর। সোমবার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণে এসেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন প্রজ্ঞানন্দ। উঠে এল তার আপাত দাবাড়ু জীবনের অনেক অজানা কথা। সেখানে তাঁর পছন্দের বিষয়গুলিও জানালেন ৷ আর কী কী বললেন তিনি?
প্রজ্ঞানন্দ বললেন,"এখন আমি যেখানে রয়েছি সেখান থেকেও উপরে যাওয়ার ক্ষমতা রয়েছে আমার। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আমার মধ্যে রয়েছে,"
বৃষ্টিস্নাত সোমবারের সকালে তাঁর মুখে এই কথাগুলো শুধুই শব্দগুচ্ছ নয়, যেন আত্মবিশ্বাসে ভরপুর কিশোরের লক্ষ্যপূরণের অঙ্গীকার।
চলতি টাটা আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতা:
- প্রজ্ঞানন্দ- "এই প্রতিযোগিতা নিয়ে আমি বেশি ভাবছি না। আমাদের দল খুবই শক্তিশালী। আমি আপাতত রিল্যাক্স করছি।"
বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবনা:
- প্রজ্ঞানন্দ- "আমার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবরকম দক্ষতা রয়েছে। আশা করি, কয়েক বছরের মধ্যেই এই প্রতিযোগিতা জিততে পারব ৷"
সমর্থকদের প্রত্যাশা এবং সেই চাপ কীভাবে সামলান?
- প্রজ্ঞানন্দ- "সমর্থকরা পছন্দ করেন বলেই আমার প্রতি তাঁদের প্রত্যাশা বেড়েছে। আমি যদিও এতে কোনও চাপ অনুভব করি না। প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি। প্রত্যেকটি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করি।"
কিংবদন্তি কার্লসেনের সঙ্গে খেলার অভিজ্ঞতা-
- প্রজ্ঞানন্দ- "অনলাইন দাবা অথবা অফলাইন দাবা, দু'টোতেই কার্লসেন মারাত্মক শক্তিশালী। ওর সামনাসামনি বসে খেললে তবুও বোঝার চেষ্টা করা যায় যে ও কী চাল দিতে পারে। কার্লসেনের থেকে সব সময় শেখার চেষ্টা করি। শেষ 10 বছর দাবার দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ও কী চাল দিচ্ছে, কী ধরনের পরিকল্পনা নিয়ে খেলছে সব কিছু জানার চেষ্টা করি। ওকে একাধিক প্রশ্ন করি। তাতে একেবারেই বিরক্ত হয় না।"
টানা খেলার ক্লান্তি কতটা প্রভাব ফেলেছিল?
- প্রজ্ঞানন্দ- "এ বারের বিশ্বকাপে আমি মানসিক ও শারীরিকভাবে খুবই দুর্বল ছিলাম। একেবারেই নিজের সেরা ছন্দে ছিলাম না। তাই অনেকটাই পিছিয়ে পড়ি। দাবায় দুর্বল হলে চলে না।"