হায়দরাবাদ, 16 মে :দেশের একঝাঁক তরুণ শাটলারদের কঠোর পরিশ্রম আর নাছোড় মনোভাব ৷ ফসল হিসেবে ভারতের ঝুলিতে প্রথমবারের জন্য ধরা দিয়েছে থমাস কাপ ৷ রবিবার ব্যাংককে লক্ষ্য-চিরাগদের এই সাফল্যের সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়েছে '83-র বিশ্বজয়ের ৷ তবে সেই তুলনায় কথা খরচ না-করে এই সাফল্যকে অন্যভাবে বর্ণনা করলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাঁদ ৷ ইটিভি ভারতকে প্রতিক্রিয়ায় প্রাক্তন অল-ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন আশাবাদী, "এই জয় সৌভাগ্য বয়ে আনুক ভারতীয় ব্যাডমিন্টনে" (Gopichand hopes success of Thomas Cup augurs well for Indian badminton) ৷
দলগত সাফল্য বলে এই জয় ব্যতিক্রম নিঃসন্দেহে ৷ তাতেই সিলমোহর দিয়ে ইটিভি ভারতকে টেলিফোনিক সাক্ষাৎকারে জাতীয় হেড কোচ বলেন, "এই জয় বাড়তি আনন্দ এনে দিয়েছে, কারণ ব্যাডমিন্টনে থমাস কাপ জয় সত্যিই অনেক বড় সাফল্য ৷ দলের প্রত্যেকটি সদস্য নিজেদের উজাড় করে দিয়েছে ৷" সিঙ্গলসে শ্রীকান্ত এবং লক্ষ্যর লক্ষ্যভেদ আর ডাবলসে সাত্বিক-চিরাগ জুটির বাজিমাত ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি ভারতীয় দল ৷ ফলাফল 3-0 ৷