পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal Crowd Funding: ক্রাউড ফান্ডিংয়ে মিলছে সাড়া, নতুন মরশুমের পরিকল্পনায় ইস্টবেঙ্গল - Crowd Funding in East Bengal

ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিংয়ে বেশ ভালো সাড়া পেয়ে খুশি ক্লাব কর্তারা ৷ মোহনবাগান সমর্থকরা এই নিয়ে টিপ্পনি কাটলেও তাতে পাত্তা দিতে রাজি নয় ইস্টবেঙ্গল ৷

Etv Bharat
ইস্টবেঙ্গল

By

Published : May 21, 2023, 10:35 PM IST

কলকাতা, 21 মে: ক্রাউড ফান্ডিংয়ের প্রাথমিক সাড়া যথেষ্ট উল্লেখযোগ্য । লাল-হলুদ সমর্থকরা যেভাবে ক্লাবের পাশে দাঁড়াচ্ছেন তা দেখে কর্তারা যথেষ্ট উল্লসিত । ক্লাবের পরিকাঠামো উন্নয়নে সদস্য সমর্থকদের দেওয়া অর্থ ব্যবহার হবে বলে জানিয়েছেন কর্তারা । ইতিমধ্যে পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টসের সমর্থকরা এই উদ্যোগকে কটাক্ষ করেছে । তাদের কেউ কেউ এক টাকা দান করেছে এবং টিপ্পনি জুড়ে দিয়েছে সামাজিক মাধ্যমে । ইস্টবেঙ্গলের প্রাক্তন সহসচিব ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন, "মিশ্র প্রতিক্রিয়া হবে আমরা জানতাম । পড়শি ক্লাবের সমর্থকরা কী বলছেন তা পাত্তা দিতে রাজি নই । কারণ ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরাই এই পদক্ষেপের কথা ক্লাবকে বলেছিল । তারপর যেভাবে ক্রাউড ফান্ডিংয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দুর্নীতির কোনও জায়গা নেই । ইস্টবেঙ্গল সদস্যরা এই পদক্ষেপে সাড়া দিচ্ছেন । বিদেশে এই ক্রাউড ফান্ডিং খুব পরিচিত । আমরা মনে করি এই পদক্ষেপ সময়ের চেয়ে এগিয়ে । একটা খারাপ সময় চলছে । তা কেটে যাবে । সকলে মিলে একটা চেষ্টা শুরু হয়েছে । আমরা ওভারকাম করবই ।"

নতুন মরশুমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল । নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ মতোই হচ্ছে সবটা । ইতিমধ্যে তার নির্দেশেই বিনো জর্জ ইস্টবেঙ্গলের ডেপুটি কোচ হয়েছেন । চলতি মাসের শেষ দিকে কিংবা নতুন মাসের প্রথম সপ্তাহে লাল-হলুদ কোচ কলকাতায় চলে আসবেন । শোনা গিয়েছিল, স্পেনেই প্রস্তুতি শিবির করতে চেয়েছিলেন কার্লোস কুয়াদ্রাত । কিন্তু সেই দাবির সারবত্তা নেই । ইমামি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, "বিদেশে প্রি-সিজন করার কথা বলেননি কুয়াদ্রাত । দেশেই শিবির হবে । কোথায় এই প্রি-সিজন করা যায় সেটা দেখছি । ভালো পরিকাঠামো রয়েছে এমন জায়গার খোঁজে রয়েছি আমরা । আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়েছে ।"

এদিকে দলগঠনও চলছে জোরকদমে । কুড়ি জনের দল গঠন করা হবে বলে ঠিক হরেছে । দরকার পড়লে রিজার্ভ দলের ফুটবলাররা মূল দলে আসবেন । ইস্টবেঙ্গলের সঙ্গে বেশ কিছু নতুন ফুটবলারের কথাবার্তা চলছে । তাদের মধ্যে কারা ইস্টবেঙ্গলে সই করছেন তাও এই মাসের শেষে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দেবব্রত । বলেছেন, "আমরা অনেক ফুটবলারের সঙ্গেই কথা বলেছি । দল কেমন হল, কারা সই করল সেটাও এই মাসের শেষেই বা আগামী মাসের শুরুতে আমরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেব ।"

পকেটের জোর যে ক্লাবের সমস্যা তা আগেই জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । টাকা যেমন পাওয়া যাবে তেমনই দল হবে বলে জানিয়েছিলেন । যদিও তার মধ্যেই শোনা যাচ্ছে, স্ট্রাইকার সিভেরিও ও বিদেশি ডিফেন্ডারদের পাশাপাশি ভারতীয় ডিফেন্ডারদের দলে নিতে ঝাঁপাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল । কেরালা ব্লাস্টার্সের নিশু কুমারের সঙ্গে চুক্তি সেরে ফেলতে চাইছে লাল-হলুদ ক্লাব । এমনটাই খবর সূত্রের । মিডফিল্ডার বোরহা হেরেরাকেও নিয়েছে বলে ইস্টবেঙ্গল সূত্রে খবর । এর পাশাপাশি ইভান গঞ্জালেসের সঙ্গে কথা বলছেন ইস্টবেঙ্গল কোচ । স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি হয়েছে । ফলে তাঁকে বিদায় করতে বড় ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গলকে । সেই কারণে ইভান গঞ্জালেসের ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে লাল হলুদ ।
এর আগে নন্দকুমার ও এডুইন ভ্যান্সপালকে ক্লাব আগেই চূড়ান্ত করে ফেলেছে । যদিও কিছুই সরকারিভাবে ঘোষণা করা হয়নি । ইস্টবেঙ্গল সূত্রের খবর, এই মাসেই দল ঘোষণা করবে ক্লাব । কারণ সব ফুটবলারের সঙ্গে 31 মে পর্যন্ত চুক্তি রয়েছে । ফলে নিয়মের গ্যাঁড়াকলে ইস্টবেঙ্গলে লুকোছাপা ।

আরও পড়ুন :মোহনবাগানের ভাবাবেগ অসম্মানিত ! নাইটদের বিরুদ্ধে বিস্ফোরক সবুজ-মেরুন সচিব

ABOUT THE AUTHOR

...view details