কলকাতা, 3 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়েছেন গলফার এস এস পি চৌরাসিয়া ৷ দেশের অন্যতম সেরা এই গলফার গতকাল নিজেই একথা জানিয়েছেন ৷ কলকাতায় হোম কোয়ারানটিনে রয়েছেন তিনি ৷ কোরোনা আক্রান্ত হওয়ায় এবছর ইউরোপিয়ান টুরে খেলতে যেতে পারবেন না ৷
ইউরোপিয়ান টুর চারবার জিতেছেন চৌরাসিয়া ৷ যার মধ্যে ইন্ডিয়ান ওপেন কাপ পরপর দু'বার জিতেছেন ৷ 2016 এবং 2017 সালে ৷ এবছর ইউরোপিয়ান টুর কাপের জন্য রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে ট্রেনিংও জোরকদমে শুরু করেছিলেন ৷ এই সপ্তাহে ইংল্যান্ড রওনা হওয়ার কথা ছিল তাঁর ৷
42 বছরের এই গলফার সংবাদসংস্থা PTI-কে বলেন, "আমার কোনও উপসর্গ ছিল না ৷ কিন্তু, ইংল্যান্ড যাব বলে COVID টেস্ট করাতে হয় ৷ শুক্রবার কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷ তারপর থেকে হোম কোয়ারানটিনে রয়েছি ৷ " মাঠে ফেরার পরিকল্পনা নিয়ে বলেন, "মাল্টি ভিটামিন খাচ্ছি ৷ ঠিক আছি ৷ এখন দেখতে হবে পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে ৷ ততদিন অপেক্ষা করতে হবে ৷" এস এস পি চৌরাসিয়ার স্ত্রী সীমান্তিনীর কোরোনা পরীক্ষা হবে মঙ্গলবার ৷
চলতি বছরে লকডাউন শুরুর আগে চারটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন চৌরাসিয়া ৷ স্বপ্ন ছিল, এবার ইংল্যান্ডে গিয়ে ইউরোপিয়ান টুরে অংশ নেবেন ৷ কোরোনার জেরে আপাতত সেই স্বপ্ন অধরা রইল ৷ চৌরাসিয়া কোরোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে ইউরোপিনায় টুরে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় হলেন শুভঙ্কর শর্মা ৷