পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব - চিনের এশিয়ান গেমস

Asian Games 2023: এবছর চিনের এশিয়ান গেমস 2023-এ নজির গড়েছে ভারত। হ্যাংঝাউয়ে 107টি পদক ঘরে তুলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এবার এশিয়াডের স্লোগান ছিল 'ইস বার একশো পার' ৷ ক্রীড়াবিদরাও হতাশা করেননি ৷ লক্ষ্য পার করেছেন তাঁরা ৷ শততম পদকটি এসেছে দেশের মহিলা কবাডি ক্রীড়াবিদের হাত ধরে ৷ ফলত এবারের এশিয়াড আরও উজ্জ্বলময় হয়ে থাকবে ইতিহাসের পাতায় ৷

হ্যাংঝাউ এশিয়াডে ভারতের 'ঐতিহাসিক জয়'
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 4:01 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর:ফিরে দেখা 2023 ৷ এই স্মৃতির পাতায় আজীবন জ্বলজ্বল হয়ে থাকবে 2023 এশিয়ান গেমস ৷ 2023-এর এশিয়াডে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে পদক সংখ্যা 100-র গণ্ডি টপকেছে ৷ ভারতের অতীতের সব রেকর্ড ভেঙে যায় হ্যাংঝাউতে। দেশবাসীর প্রত্যাশা ছিল 'ইস বার একশো পার' পদক আনবেন ভারতীয় অ্যাথলিটরা। সেই প্রত্যাশা মতো হতাশ করেননি টিম ইন্ডিয়ার অ্যাথলিটরা। 19তম এশিয়ান গেমসে মোট 41টি ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের অ্যাথলিটরা। ইটিভি ভারতের প্রতিবেদনে ফিরে দেখা 2023-এএক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের 107 পদকের তালিকা ৷

ভারত থেকে হ্যাংঝাউতে গিয়েছিলেন মোট 661জন অ্যাথলিট। তার মধ্যে পুরুষ অ্যাথলিট 335 জন এবং মহিলা অ্যাথলিট 326 জন। সমাপ্ত হওয়া এশিয়াডের 13তম দিনে ভারতের সেই 100 পদকের স্বপ্নপূরণ হয়েছে। অবশ্য পদকের সেঞ্চুরি করেই অবশ্য থেমে যাননি ভারতীয় অ্যাথলিটরা। এশিয়াড থেকে 100টি পদক পূর্ণ হওয়ার পর ভারতে এসেছে আরও 7টি পদক। আর এই 100তম পদক এসেছে ভারতের মহিলা কবাডি টিমের হাত ধরে।

এশিয়ান গেমসের 19তম সংস্করণে এই 107-এর স্মারক কৃতিত্ব শুধুমাত্র ভারতীয় ক্রীড়াবিদদের প্রতিভাকে আলোকিত করেনি বরং বিশ্বকে প্রতিভার একটা লক্ষ্য সেট করে দিয়েছে, যা ক্রীড়াক্ষেত্রে ভারতের জায়গাকে আরও শক্তিশালী করেছে। উল্লেখযোগ্যভাবে, দেশের অনেক ক্রীড়াবিদ ভারতীয় ক্রীড়াবিদদের থেকে অনুপ্রেরণা নিয়ে এবং হ্যাংঝাউয়ের সাফল্য নিয়ে 'খেলা'কে পেশা হিসেবে নিচ্ছেন। এর আগে জাকার্তা 2018-তে 70টি পদক এসেছিল। ভারত এবার পদক তালিকায় চিন, জাপান এবং কোরিয়ার পর চতুর্থ স্থানে শেষ করে ৷

এশিয়ান গেমস থেকে ভারতের 'ইস বার একশো পারে'র পদক কৃতিত্ব- 107

  • সোনা 28
  • রুপো 38
  • ব্রোঞ্জ 41

কোন ইভেন্ট থেকে এসেছে কতগুলি পদক-

শুটিং- 7টি সোনা, 9টি রুপো, 6টি ব্রোঞ্জ ৷ মোট 22টি পদক

অ্যাথলেটিক্স- 6টি সোনা, 14টি রুপো, 9টি ব্রোঞ্জ ৷ মোট 29টি পদক

আর্চারি- 5টি সোনা, 2টি রুপো, 2টি ব্রোঞ্জ ৷ মোট 9টি পদক

স্কোয়াশ- 2টি সোনা, 1টি রুপো, 2টি ব্রোঞ্জ ৷ মোট 5টি পদক

টেনিস- 1টি সোনা, 1টি রুপো। মোট 2টি পদক

ইকুয়েস্ট্রিয়ান-1টি সোনা, 1টি ব্রোঞ্জ। মোট 2টি পদক

ক্রিকেট- 2টি সোনা। মোট 2টি পদক

হকি- 1টি সোনা, 1টি ব্রোঞ্জ। মোট 2টি পদক

কবাডি- 2টি সোনা। 2টি পদক

রোয়িং- 2টি রুপো, 3টি ব্রোঞ্জ। 5টি পদক

বক্সিং- 1টি রুপো, 4টি ব্রোঞ্জ। মোট 5টি পদক

সেলিং- 1টি রুপো, 2টি ব্রোঞ্জ। 3টি পদক

ব্যাডমিন্টন- 1টি সোনা, 1টি রুপো, 1টি ব্রোঞ্জ। 3টি পদক

ব্রিজ- 1টি রুপো

গল্ফ- 1টি রুপো

উসু- 1টি রুপো

রেসলিং- 1টি রুপো, 5টি ব্রোঞ্জ। 6টি পদক

রোলার স্পোর্টস- 2টি ব্রোঞ্জ

কেনোইং- 1টি ব্রোঞ্জ

সেপাক টাকরো- 1টি ব্রোঞ্জ

টেবল টেনিস- 1টি ব্রোঞ্জ

দাবা- 2টি রুপো

পুরুষ অ্যাথলিটদের প্রাপ্তি-

15টি সোনা, 19টি রুপো, 18টা ব্রোঞ্জ। মোট 52 পদক

মহিলা অ্যাথলিটদের প্রাপ্তি-

9টি সোনা, 17টি রুপো, 20টি ব্রোঞ্জ। মোট 46 পদক

মিক্সড টিম ইভেন্ট থেকে প্রাপ্তি-

4টি সোনা, 2টি রুপো, 3টি ব্রোঞ্জ। মোট 9টি পদক

  • আর্চারি:

জ্যোতি সুরেখা ভেনাম এবং ওজস প্রবীণ দেওতালে জুটি এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারতের হয়ে মিশ্র দলে ঐতিহাসিক প্রথম সোনা জিতেছে। জ্যোতি দলগত এবং ব্যক্তিগত দুই ইভেন্ট-সহ দু'টি স্বর্ণপদক পেয়েছেন ৷ ওজস এবং অভিষেক ভার্মা দলগত ও ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপোর পদক জিতেছিলেন।

  • বক্সিং:

মহিলাদের 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লভলিনা বোরগোহাইনের রুপো পদক-সহ 5টি পদক অর্জন করেছেন ভারতীয় বক্সাররা ৷ নিখাত জারিন, প্রীতি, নরেন্দ্র, এবং পারভীন হুডা ব্রোঞ্জ পেয়েছেন বিভিন্ন বিভাগে ৷

  • ব্যাডমিন্টন:

ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর কাছ থেকে আশা করা হয়েছিল তিনি ঝুলিতে পদক আনবেন ৷ কিন্তু পারেননি তিনি ৷ চোটের কারণে তিনি নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি। যাইহোক, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি ঐতিহাসিক সেনার পদক পান ৷ এইচএস প্রণয় পান রুপো ও পুরুষদের দলও রুপো জেতে ৷

  • হকির ইতিহাস:

ভারতীয় পুরুষ হকি দল 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে সেরার খেতাব পায়নি ৷ কিন্তু 2023-এ চতুর্থবারের মতো সোনা জিতেছে ৷উইমেন ইন ব্লু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।

  • কবাডিতে জয়:

সমাপ্ত হওয়া এশিয়াডের 13তম দিনে ভারতের সেই 100 পদকের স্বপ্নপূরণ হয়েছে। শততম পদকটি এসেছে দেশের মহিলা কবাডি ক্রীড়াবিদের হাত ধরে ৷

  • শুটিং:

সাতটি সোনা, নয়টি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ-সহ 22টি পদক পেয়েছে ৷ এটি ছিল ভারতের 33 সদস্যের সর্বকালের সেরা এশিয়ান গেমসের দল ৷

  • ট্র্যাক অ্যান্ড ফিল্ড:

{অ্যাথলেটিক্স} (29টি পদক, 6টি স্বর্ণ, 14টি রুপো, 9টি ব্রোঞ্জ)

ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটরা ভারতের হয়ে 29টি পদক জিতেছে। পারুল চৌধুরী মহিলাদের 5000 মিটার স্টেপলচেসে ঐতিহাসিক সোনা জেতেন ৷ কিশোর কুমার জেনা এক চমৎকার 86.77 মিটার থ্রোতে জ্যাভলিন ইভেন্টে রুপো জিতেছে ৷ অলিম্পিক স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়াও সোনা জিতেছেন ৷

অপ্রত্যাশিত চমক:

অশ্বারোহী ব্যক্তিগত ড্রেসেজে অনুষ আগরওয়ালার প্রথম ব্রোঞ্জ পদক জেতে ৷ পরে হৃদয়, দিব্যকৃতি এবং সুদীপ্তি এবং অনুষ ড্রেসেজ অশ্বারোহীতে সোনাপর পদক পান ৷ ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা মহিলা টেবিল টেনিস দলে ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ডাবল 1000 মিটারে অর্জুন সিং এবং সুনীল সিং সালামের ঐতিহাসিক ব্রোঞ্জ জয় ৷ রামবাবু এবং মঞ্জু রানির মিশ্র 35 কিমি দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেছেন ৷

বিশ্ব জয়ের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের এবার লক্ষ্য 2024 প্যারিস অলিম্পিক ৷ প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে 2024 সালের 26 জুলাই। চলবে 11 অগস্ট পর্যন্ত।

আরও পড়ুন:

  1. গতবার ডাহা ফেল! আজকের নিলামে নজরে থাকবেন যে পাঁচ ভারতীয় পেস বোলার
  2. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  3. বড় ম্যাচ হারের পর লাল-হলুদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ, ফেডারেশনের দ্বারস্থ মোহনবাগান

ABOUT THE AUTHOR

...view details