পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম কোনও ভারতীয়ের সোনা জয়, চোখ বোলানো যাক নীরজের অন্যান্য সাফল্যে - বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জ্যাভলিন

New World Athletics Champion Neeraj Chopra: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় হিসেবে টোকিয়ো অলিম্পিকসে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া ৷ এরপর 2022 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম কোনও ভারতীয় পদক জিতেছিলেন ৷ সেটি ছিল তাঁর রুপোর পদক ৷ এবার একবছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ফাইনালে জয়ী হলেন তিনি ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:02 PM IST

Updated : Aug 28, 2023, 11:05 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: টোকিয়ো অলিম্পিকসে সোনা জয় দিয়ে শুরু, তারপর থেকে একাধিক মাইলফলক ছুঁয়ে চলেছেন নীরজ চোপড়া ৷ যা নিয়ে একটা বই লেখা যেতে পারে ৷ এবার নীরজের মুুকুটে জুড়ল আরও একটি পালক ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম কোনও ভারতীয় সোনার পদক জিতলেন ৷ ফিরে দেখা যাক নীরজের সেই পদক জয়ের তালিকা ৷

মাত্র 13 বছর বয়সে ওজন বেশি হওয়ায় অ্যাথলেটিক্সকে বেছে নিয়েছিলেন হরিয়ানার নীরজ চোপড়া ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর পছন্দ ছিল বর্শা ছোড়া ৷ সেখান থেকে ভারতীয় সেনায় সুবেদার হন তিনি ৷ এরই সঙ্গে জ্যাভলিনকে সমানভাবে চালিয়ে যেতে থাকেন ৷ জুনিয়র লেভেলে একাধিক খেতাবও জেতেন ৷ কিন্তু, নীরজ চোপড়া পরিচিত পান টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের মধ্যে দিয়ে ৷

প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বজয়ী হলেন

নীরজ চোপড়া বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জিতলেন ৷ এর আগে 2022 সালে ওরেগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শেষ করেছিলেন রুপো জিতে ৷ প্রথমবারের থ্রোঠিক মতো হয়নি বুঝতে পেরে, ইচ্ছাকৃতভাবে ফাউল করেন ৷ তবে, দ্বিতীয় সুযোগে আর সেই ভুলটা করেননি ৷ সঠিক রান-আপ এবং সঠিক সময়ে শরীরের পজিশন নিয়ে জ্যাভলিন থ্রো করেন ৷ জ্যাভলিন যখন হাওয়ায় তখনই শূন্যে দু’হাত তুলে সেলিব্রেশন করতে দেখা যায় নীরজকে ৷ বুঝতে বাকি থাকে না, বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনার পদক আসতে চলেছে ৷ 88.17 মিটার জ্যাভলিন থ্রো করে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন তিনি ৷

তবে, ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে 88.77 মিটার জ্যাভলিন ছুড়ে প্যারিস অলিম্পিকসে নিজের নাম আগেই চূড়ান্ত করে ফেলেছিলেন নীরজ ৷ তাঁর সঙ্গেই ভারতের ডিপি মানু এবং কিশোর জেনা আগামী বছর অলিম্পিকসের যোগ্যতা অর্জন করে নিয়েছেন ৷

আরও পড়ুন:প্যারিস অলিম্পিকসে কোয়ালিফাই করলেন ভারতীয় স্টিপলচেস অ্যাথলিট পারুল চৌধুরি

প্রথমবার কোনও ভারতীয়ের ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন

জার্মানির জুরিখে 2022 সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নশিপে জয়ী হন নীরজ চোপড়া ৷ প্রথম কোনও ভারতীয় অ্যাথলিট ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েন ৷ ফাইনালে ভারতীয় তারকা 88.44 মিটার জ্য়াভলিন ছুড়ে টোকিয়ো অলিম্পিক্সে রুপো জয়ী জ্যাকব ভাদলেচকে হারিয়ে খেতাব জেতেন ৷

2023 ডায়মন্ড লিগ মিট চ্যাম্পিয়ন

2013 সালের 1 জুলাই লাউসানেতে আয়োজিত ডায়মন্ড লিগ মিটের খেতাব জেতেন নীরজ চোপড়া ৷ এটি তাঁর দ্বিতীয় ডায়মন্ড লিগ মিট জয় ছিল ৷ 87.66 মিটার জ্যাভলিন ছুড়ে চ্যাম্পিয়ন হন নীরজ ৷ যা তাঁর পঞ্চম চেষ্টায় হয়েছিল ৷ যার মাঝে দু'টো থ্রো ফাউল হয়েছিল ৷ তা সত্ত্বেও লিগ মিট জেতেন নীরজ ৷

আরও পড়ুন:ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার

2022 ডায়মন্ড লিগ মিট চ্যাম্পিয়ন

প্রথম কোনও ভারতীয় ডায়মন্ড লিগ মিট চ্যাম্পিয়ন হন ৷ 2022 সালের ডায়মন্ড লিগ মিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পয়লা নম্বর জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার অংশ নিতে পারেন না ৷ সেখানে নীরজ 89.08 মিটার বর্শা ছুড়ে প্রথমবার ডায়মন্ড লিগ মিট চ্যাম্পিয়ন হয় ৷ এই খেতাব জয়ের পরেই ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করেন নীরজ চোপড়া ৷

2022 সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ওরেগানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রথম কোনও ভারতীয় হিসেবে সেবার পদক জিতেছিলেন ৷ কোয়ালিফিকেশনে 88.39 মিটার জ্যাভলিন ছুড়েছিলেন পানিপথের অ্য়াথলিট ৷ এরপর ফাইনালে 88.13 মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়স্থানে শেষ করেন ৷

Last Updated : Aug 28, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details