পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PV Sindhu Interview : যাত্রা এখনও শেষ হয়নি, প্যারিস অলিম্পিক্সে সোনাই লক্ষ্য সিন্ধুর - Tokyo Olympics medallist PV Sindhu

প্যারিস অলিম্পিক্সে সোনা জেতাই লক্ষ্য পি ভি সিন্ধুর (Gold Medal is The Target in Paris Olympics for P V Sindhu) ৷ তবে, তার আগে ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগোতে চান তিনি ৷ ইটিভি ভারতকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পি ভি সিন্ধু (PV Sindhu Interview) ৷

Gold Medal is The Target in Paris Olympics for P V Sindhu
Gold Medal is The Target in Paris Olympics for P V Sindhu

By

Published : Mar 4, 2022, 5:51 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ : একাধিক স্বপ্ন রয়েছে, যা পূরণ করাই একমাত্র লক্ষ্য ভারতীয় শাটলার পি ভি সিন্ধুর ৷ ইটিভি ভারতকে ফোনে ইন্টারভিউ দিতে গিয়ে এমনটাই জানালেন অলিম্পিক্সে দু’বার পদক জয়ী এই হায়দরাবাদি ৷ তাঁর কথায়, ‘‘এখনও সব শেষ হয়নি (Gold Medal is The Target in Paris Olympics for P V Sindhu) ৷’’

প্রশ্ন- অলিম্পিক্সে আরও একটি পদক জেতার পর কী কোনও পরিবর্তন এসেছে ?

পরপর দু’টো অলিম্পিক্সে পদক জিতে আমি খুশি ৷ এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে ৷ কারণ অলিম্পিক্সে পদক জেতা সহজ নয় ৷ দু’টি পদক জয় আমাকে উপরে ওঠার জন্য আরও বেশি করে উজ্জীবিত করেছে ৷

প্রশ্ন-আপনার দেখা স্বপ্নগুলিকে অর্জন করে ফেলেছেন ৷ এ বার কী ? পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য কোন জিনিসটা আপনাকে অনুপ্রেরণা জোগায় ?

হ্যাঁ আমি যা লক্ষ্য স্থির করেছিলাম তা অর্জন করেছি ৷ তবে, এখানেই তা শেষ হয়ে যায়নি ৷ এখনও অনেক পথ যাওয়া বাকি আছে ৷ এটাই আমাকে অনুপ্রেরণা জোগায় ৷ সামনে দেখতে চাই ৷ সামনে অনেক টুর্নামেন্ট রয়েছে ৷ এই বছর আমি নিশ্চিতভাবে কয়েকটি পদক জিততে চাই ৷ নিজের স্বপ্ন অর্জন করা সত্ত্বেও, এখন অনেক পথ যাওয়া বাকি ৷

কিছু অর্জন করতে হলে, আপনাকে কঠিন অনুশীলন করে যেতে হবে ৷ আপনাকে নিজের একশো শতাংশ দিতে হবে ৷ কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে ৷ যেখানে আপনি যেতে চান এবং সব ম্যাচ জিততে চান ৷ আর সেটা হতে গেলে, আপনাকে কঠোর অনুশীলন করতে হবে এবং তা চালিয়ে যেতে হবে ৷

প্রশ্ন-টোকিয়োতে সোনা জিততে না পারায় কোনও আক্ষেপ রয়েছে ?

যখন আমি আমার প্রথম পদক জিতেছিলাম, সেটা আমার প্রত্যাশার মধ্যে ছিল না ৷ রুপো জেতা অনেক বড় ব্যাপার ৷ আবারও পরপর পদক জেতা কখনই সহজ হয় না ৷ আর সেমিফাইনাল খেলার পর তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য খেলে ব্রোঞ্জ জেতা অনেক বেশি কঠিন ৷ একবার হেরে যাওয়ার পর আবার শক্তিশালী হয়ে ফিরে আসাটা খুব কঠিন হয়ে পড়ে ৷ আর তার পর ওই পদক জয় আমাকে অনেক আনন্দ দিয়েছিল ৷ আমি নিজের সেরাটা দিয়েছিলাম ৷ আমি কখনওই ভাবিনি যে আমি সোনা হারিয়েছি ৷ কিন্তু, আমি এটা জেনে খুশি ছিলাম যে, আমি অনেক চেষ্টা করেছি ৷ আর অলিম্পিক্সে পদক জিততে পেরেছি ৷ কিন্তু, কেন নয় ? আমি আরও একটা অলিম্পিক্সে খেলব ৷ আর আমি আরও ভাল করতে চাই এবং আবারও পদক জিততে চাই ৷ আর তার জন্য আমি আমার সবটা দেব ৷

প্রশ্ন-টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জেতার পর পাওয়া কোন প্রশংসাটা সবচেয়ে সেরা ছিল ?

অনেক মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আমাকে ভালবাসা এবং শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ৷ আমাকে সবাই বলেছেন, পরপর পদক জেতা কখনই সহজ ছিল না ৷ বিশেষ করে টোকিয়ো অলিম্পিক্সে ৷ আর সেমিফাইনাল খেলার পর ৷ তাঁরা যা বলেছিলেন, সেটা তার থেকেও কঠিন ছিল ৷ তাঁরা এটাও বোঝে যে, হারের পর ফিরে আসাটা কত কঠিন ৷ আমার কোচ এটাও বলেছিলেন যে, তৃতীয় এবং চতুর্থস্থানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে ৷ সেটা আমাকে হিট করেছিল ৷ এটা আমাকে অনেকে বলেছে ৷

প্রশ্ন-সবাই বলে আপনি বড় ম্যাচের খেলোয়াড়... কী হয় এই বড় টুর্নামেন্টগুলিতে ?

আর সবচেয়ে ভাল হয়, লোকে আমাকে বড় ম্যাচের খেলোয়াড় বললে ৷ কিন্তু, আমি প্রত্যেক ম্যাচকে একভাবে খেলি ৷ আর যখন আমাকে লোকে বলে, বড় ম্যাচের খেলোয়াড় ৷ সেটাকে আমি ইতিবাচকভাবে নিই ৷ আমি সব টুর্নামেন্টে একভাবে প্রস্তুতি নিই ৷ এটা আমার কাছে খুবই স্বাভাবিক ৷ যখন আপনি কোনও প্রতিযোগিতায় নামেন তখন, আপনাকে সেই মনোভাব রাখতে হবে ৷ যে আপনি যে কারও বিরুদ্ধে জিততে পারেন ৷ আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে ৷ কারণ আপনি কঠোর পরিশ্রম করেন ৷

প্রশ্ন-আকানে ইয়ামাগুচি আপনাকে কতটা চ্যালেঞ্জে ফেলবেন ? তিনি অল ইংল্যান্ডে একই গ্রুপে রয়েছেন ৷ যিনি বিশ্বে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মধ্যে একজন ৷

ইয়ামাগুচির আগে প্রত্যেকটা রাউন্ড আমার কাছে গুরুত্বপূর্ণ ৷ একদম প্রথম রাউন্ড থেকে ৷ আর সেটা সহজ হবে না ৷ কারণ সেখানে চিনের খেলোয়াড়ের পর থাই এবং জাপানি প্রতিপক্ষ রয়েছেন ৷ আমাকে প্রথম ম্যাচের প্রথম পয়েন্ট থেকে কঠোর পরিশ্রম করতে হবে ৷ কোয়ার্টার ফাইনালের আগে আমি কিছু ভাবিনি ৷ তাঁর আগে, আমি জার্মান ওপেন এবং তার পর ছিল অল ইংল্যান্ড ওপেন ৷ প্রত্যেকটা রাউন্ড আমার কাছে গুরুত্বপূর্ণ ৷ আমি একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই ৷

প্রশ্ন-প্যারিস অলিম্পিক্সে লক্ষ্য সোনা ?

হ্যাঁ, অবশ্যই প্যারিসে পদকের লক্ষ্যে নামব ৷ আর সেটার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে ৷ তবে, তার আগে অনেক সময় রয়েছে ৷ আমার কিছু ছোট ছোট লক্ষ্য রয়েছে ৷ যেখানে আমি ভাল করতে চাই ৷ আমি এ বার সেরা হওয়ার লক্ষ্যে নামব ৷ আশা করছি প্যারিসে আমি ভাল করব ৷

প্রশ্ন-আপনাকে দেখে যে যুবসমাজ বড় হচ্ছে, তাঁদের কী বার্তা দেবেন ? এটা কি ভারতে ব্যাডমিন্টন খেলার জন্য সেরা সময় ?

আমি অনেক তরুণ প্রতিভাকে দেখেছি ৷ আমি ভারতে দু’টি টুর্নামেন্ট খেলেছি এবং আমি দেখেছি ভারতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাঁরা অনেক ভাল খেলছেন ৷ তাঁদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এবং তাঁরা সঠিক গাইডেন্স পাওয়ার অধিকার আছে ৷ মা-বাবার সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এটা কয়েকমাসের নয়, এটা কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল, যখন থেকে তুমি শুরু করবে ৷ কেউ কেরিয়ারের শুরুতে সফল হয়, আবার কেউ একটু পরে ৷ নিজের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি যে, আপনি ভাল করতে পারবেন ৷ আর সেই অনুযায়ী, আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে ৷ আর আপনাকে বুঝতে হবে যে কী ঘটছে ৷ আর মা-বাবাকে সেখানে নিজের বাচ্চাদের সমর্থন করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details