কোয়েম্বাটর, 26 সেপ্টেম্বর: প্রত্যেক বাবা-মা চান, তাঁদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে চাকরিতে যোগদান করুক ৷ আর তার জন্য অনেক বাবা-মা তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য কঠোর মনোভাব দেখান ৷ যাতে তারা আরও বেশি করে পড়াশোনায় মনোনিবেশ করে ৷ কিন্তু, কোয়েম্বাটরের গুনিয়ামুথুরের বাসিন্দা রমেশ এবং মাসিলামানি তাঁদের মেয়ের ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্যের জন্য সবরকম সহযোগিতা করছেন (Weightlifting Competition) ৷
তবে, শুধু তাঁদের মেয়ে ধরণি নয় ৷ মাসিলামানি নিজেও একজন ভারোত্তোলক ৷ আর মা ও মেয়ে দু’জনেই ভারোত্তলনের 63 কেজি ও 47 কেজি বিভাগে যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন রাজ্য স্তরে (Weightlifting State Championship) ৷ জানা গিয়েছে, রমেশ বিয়েবাড়ির মণ্ডপ তৈরির কাজ করেন ৷ মাসিলামানি গৃহবধূ ৷ মাসিলামানির ওজন কম থাকায়, তাঁকে ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক ৷ ফলে পরিবারের সদস্যদের আপত্তি সত্ত্বেও জিম শুরু করেছিলেন মাসিলামানি ৷