পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডের ষষ্ঠদিনের শুরুতে শুটিংয়ে জোড়া সোনা ভারতের - অখিল শেওরান

Double Gold for India in Pistol and Rifle Shooting in 19th Asian Games: শুটিংয়ে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সোনা জিতল ভারত ৷ 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে সোনার পদক জিতেছেন 17 বছরের পলক ৷ পুরুষদের দলগত ইভেন্ট, 50 মিটার রাইফেল থ্রি পজিশন টিম শুটিংয়ে আজকের দ্বিতীয় সোনা এসেছে ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:13 AM IST

Updated : Sep 29, 2023, 10:59 AM IST

হ্যাংঝাউ, 29 সেপ্টেম্বর: এশিয়াডের ষষ্ঠদিনের শুরুতেই সুখবর ভারতের জন্য ৷ শুটিংয়ে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে জোড়া সোনা এল ভারতের নামে ৷ মহিলাদের 10 মিটারের এয়ার পিস্তল শুটিংয়ে ‘খেলো ইন্ডিয়া’ অ্যাথলিট পলক গুলিয়া সোনার পদক জিতেছেন ৷ অন্যদিকে, পুরুষদের, 50 মিটার রাইফেল থ্রি পজিশন টিম শুটিংয়ে সোনার পদক জিতে নিয়েছেন ভারতীয়র খেলোয়াড়রা ৷ ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নীল কুসালে এবং অখিল শেওরান ভারতের হয়ে দিনের শুরুটাই করেন সোনার পদক দিয়ে ৷ এ নিয়ে ভারতের পদক তালিকায় 8টি সোনা এল 19 তম এশিয়াডে ৷

এ বারের এশিয়াডে ভারতের শুটিং প্রতিযোগীরা তাঁদের কামাল দেখাচ্ছেন ৷ এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট 30টি পদক (ষষ্ঠ দিনে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে) এসেছে ৷ যার মধ্যে পিস্তল ও রাইফেল শুটিং মিলিয়ে ভারতের নামে মোট 17টি পদক এসেছে ৷ আর ভারতের জেতা 8টি সোনার মধ্যে 6টি সোনা শুটিং থেকে ৷ বাকি একটি মেয়েদের ক্রিকেট এবং অশ্বারোহণের দলগত ড্রেসেজ ইভেন্ট থেকে এসেছে ৷

পঞ্চমদিনে ভারত 6টি সোনা জিতে পঞ্চম স্থানে শেষ করেছিল ৷ আর আজ সকালে পুরুষদের ইভেন্ট 50 মিটার রাইফেল থ্রি পজিশন টিম শুটিংয়ে সোনা জিতে ভারতের ষষ্ঠদিনের এশিয়াডের সূচনা হয় ৷ শুটার ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নীল কুসালে এবং অখিল শেওরান ভারতের হয়ে সপ্তম সোনা এনে দেন ৷ এর পর মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে 17 বছরের পলক গুলিয়া 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ভারতের অষ্টম সোনা জেতেন ৷

আরও পড়ুন:দলগত সোনার পর ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ, ঘোড়ায় চেপে আবারও ইতিহাসে বালিগঞ্জের অনুষ

এ দিন পুরুষদের ইভেন্ট 50 মিটার রাইফেল থ্রি পজিশন টিম শুটিংয়ে সোনা জয়ের জন্য প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তাঁর এক্স হ্যান্ডেলে ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘ভারতীয় দলের শুটার ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নীল কুসালে এবং অখিল শেওরানকে চলতি এশিয়াডের 50 মিটারের রাইফেল ইভেন্টে সোনা জয়ের জন্য অনেক অভিনন্দন ৷ প্রার্থনা করি ক্রীড়া ক্ষেত্রে তাঁরা নিজেদের মানকে আরও উপরের স্তরে নিয়ে যাবেন ৷’’

উল্লেখ্য, ঐশ্বরী প্রতাপ সিং তোমর পুরুষদের 10 মিটার রাইফেল টিম শুটিংয়ে সোনা ও 10 মিটার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ৷ শুটিয়ে এখনও পর্যন্ত ভারত 6টি সোনা, 6 টি রুপো এবং 5টি ব্রোঞ্জ জিতেছে ৷ আর সব মিলিয়ে এশিয়াডে ভারতীয় খেলোয়াড়রা 8টি সোনা, 11টি রুপো এবং 11টি ব্রোঞ্জ পদক জিতেছেন ৷

Last Updated : Sep 29, 2023, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details