পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

I-League 2021-22 : স্তব্ধ সাদা-কালো স্বপ্ন, আই লিগ সেরা গোকুলাম - I League 2021 22

ইস্টবেঙ্গল সবকিছু করেও ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রয়েই গিয়েছে ৷ সেই তালিকারই নয়া সংযোজন ব্ল্যাক প্যান্থাররা ৷ আই লিগের নির্ণায়ক ম্যাচে শেষ হাসি হাসল সেই গোকুলাম এফসি (Gokulam Kerala FC beat Mohammedan SC) ।

I League Update
আই লিগ সেরা গোকুলাম

By

Published : May 14, 2022, 10:01 PM IST

কলকাতা, 14 মে : সন্তোষ ট্রফির পর আই লিগের ঠিকানাও ঈশ্বরের আপন দেশ কেরলে । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার আই লিগ জিতল গোকুলাম । 43 পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে ভিনসেঞ্জো আলবার্তো অ্যানেসের ছেলেরা (Gokulam Kerala FC beat Mohammedan SC) ।

নিজেদের রাজ্যে বাংলাকে হারিয়ে জিতেছে সন্তোষ ট্রফি জিতেছে কেরল । এবার তাদের রাজ্যের ক্লাব দলও বাংলার মাটিতে এসে আই লিগ চ্যাম্পিয়ন হল । যা এককথায় সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার।

প্রথমবার আই লিগ জয়ের স্বপ্নের সাক্ষী হতে মাঠ ভরিয়েছিলেন সাদা-কালো সমর্থকরা । সঙ্গী হয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গলের সমর্থকরাও । তাঁরাও নিজের প্রিয় দলের পতাকা নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন । কিন্তু গ্যালারির সমর্থনের চাপ এবং প্রতিপক্ষের মরিয়া লড়াই সামলে শেষ হাসি হাসল সেই গোকুলাম এফসি ।

এর আগে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল কলকাতার মাটিতে । এবার পরপর দু'বার আই লিগ জয় । চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোকুলামের দরকার ছিল ড্র । অন্যদিকে জিততেই হত মহমেডানকে । ফলে প্রথম থেকে দু'দলই অঙ্ক কষে ফুটবল খেলতে থাকে । প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয় ।

আরও পড়ুন : 'মুখ্যমন্ত্রীর লড়াই অনুপ্রেরণা', বাংলার ফুটবলারদের মমতার ছবি রাখার পরামর্শ ক্রীড়ামন্ত্রীর

দ্বিতীয়ার্ধ শুরুর 4 মিনিটের মধ্যেই প্রথম গোল গোকুলামের । গোলদাতা রশিদ । পিছিয়ে পড়েও চাপ বাড়াতে থাকে মহমেডান । 57 মিনিটে দলকে সমতায় ফেরান আজহারউদ্দিন মল্লিক । একসময় মনে হয়েছিল সাদা-কালো শিবিরের অধরা স্বপ্নপূরন সম্ভব । কিন্তু গোকুলাম চাপ সামলে খেলার রাশ তুলে নেয় । 61 মিনিটে ইমিল বেনির গোলের সঙ্গেই ম্যাচের ভাগ্য গোকুলামের দিকে ঢলে পড়ে । বাকি সময় মহমেডান চাপ বাড়ালেও রক্ষিত ডাগরের হাত টপকানো সম্ভব হয়নি । তাঁর বিশ্বস্ত হাতেই আটকে গেল ব্ল্যাক প্যান্থারদেরে ইতিহাস রচনা । অন্যদিকে আই লিগ জয় মালাবিয়ানদের এএফসি কাপের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ।

ABOUT THE AUTHOR

...view details