পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Martinez in Mohun Bagan: মোহনবাগানে মার্টিনেজ ! গঙ্গাপাড়ে আসছেন লিও'কে কাপ দেওয়া ডিবু - প্রয়াত মারাদোনা

প্রয়াত মারাদোনা, পেলে থেকে লিওনেল মেসিকে কাছ থেকে দেখেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। এবার ফুটবলের শহরে আসছেন আরও এক বিশ্বকাপজয়ী তারকা। শহর তিলোত্তমায় আসছেন কাতার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ৷ কবে, কোথায় আসছেন তিনি জেনে নিন বিস্তারিত...

Emiliano Martinez in Mohun Bagan
আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ

By

Published : May 16, 2023, 7:18 AM IST

কলকাতা, 16 মে:বিশ্বের দরবারে ফুটবল খেলা কিংবদন্তি ফুটবলার পেলে, প্রয়াত মারাদোনা, লিওনেল মেসি'র মতো তারকারা এর আগেই কলকাতায় পা রেখেছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে এমিলিয়ানো মার্টিনেজের নাম। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কোথায়, কবে আসছে তা জেনে নিন...

আর্জেন্তিনার বিশ্বকাপ জেতার পিছনে অন্যতম কারিগর এই মার্টিনেজ। তবে কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্তাইন গোলকিপার। বিশ্বকাপ জেতার পর গোল্ডেন গ্লাভস নিতে মঞ্চে উঠে তাঁর করা অশ্লীল ইঙ্গিত নিয়ে প্রচুর সমালোচনা হয়। কাতারে ফ্রান্সের পেনাল্টি শুটআউটে সেভ করেছিলেন তিনি। সেই 'স্টার' আসছেন কলকাতা দেখতে। উদ্যোক্তা শতদ্রু দত্ত ।

মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, সদস্য-সমর্থকদের জানানো হচ্ছে, আগামী 4 জুলাই বিকেলে ক্লাবে আসবেন 2022 সালে আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শহর তিলোত্তমায় তাঁর সফর দু'দিনের ৷ স্বভাবতই এই খবরে উৎসাহিত হয়ে উঠেছেন সবুজ-মেরুন সদস্য-সমর্থকরা।

কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এবার বেশ কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে আসছেন মেসির দেশের গোলরক্ষক। মার্টিনেজের কলকাতা সফরে থাকছে একাধিক চমক। সিটি অফ জয়ে পা রেখেই তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক ৷ মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি চ্যারিটি ম্যাচেও মার্টিনেজ অংশ নেবেন বলে জানা গিয়েছে।

মোহনবাগানকে উপহার মার্টিনেজের

আরও পড়ুন:সফট সিগন্যাল থেকে ফ্রি হিট ! একাধিক নতুন নিয়মে সিলমোহর সৌরভের নেতৃত্বাধীন কমিটির

সোমবার রাতে মোহনবাগান ক্লাবের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি ছাড়াও আরও দু'টি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মোহনবাগানের জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন আর্জেন্তাইন তারকা ফুটবলার। আর একটি ছবিতে দেখা যাচ্ছে একটি ফুটবল। যার উপরে লেখা 'চিয়ার্স মোহনবাগান', সঙ্গে অটোগ্রাফ দিয়ে লেখা 'ডিবু'। এই পোস্ট দেখে স্বাভাবিকভাবেই এ রাজ্যের আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে । উল্লেখ্য, অতীতে মোহনবাগান তাঁবুতে দেখা গিয়েছে আর্জেন্তিনার কিংবদন্তি প্রয়াত দিয়েগো মারাদোনাকে। এবার হাতের নাগালে আরও এক বিশ্বজয়ীকে দেখার সুযোগ পাচ্ছেন মোহনবাগান সদস্য-সমর্থকরা।

ABOUT THE AUTHOR

...view details