দোহা, 17 ডিসেম্বর: 2025 সালে 32 দল নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ ৷ মহিলাদের জন্য একটি নতুন সংস্করণে টুর্নামেন্ট ৷ বিশ্বকাপের ছাড়াও বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো ফুটবল সংস্থার অধীনে থাকা টুর্নামেন্টগুলিকে পুনর্গঠন করার ইচ্ছে প্রকাশ করেছেন (Gianni Infantino Gives FIFA Wish List of New and Revamped Events) ৷
সম-সংখ্যার বছরগুলিতে বড় চ্যাম্পিয়নশিপের আগে মার্চ মাসে চার দলের বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্টের একটি 'ফিফা ওয়ার্ল্ড সিরিজ' চালু হবে ৷ এছাড়াও সেপ্টেম্বর এবং অক্টোবরে আন্তর্জাতিক ক্রীড়াসূচির বিরতিতে একটি করে ব্লক তৈরি করে চারটি জাতীয় দলকে নিয়ে ম্যাচের আয়োজন করা হবে ৷ বিশ্বকাপ ফাইনালের দু'দিন আগে কাতারে এই ঘোষণা, ইউরোপের ফুটবল কর্মকর্তাদের অবাক করে দিয়েছে ৷ 37-সদস্যের ফিফা কাউন্সিল নতুন প্রতিযোগিতার জন্য 'কৌশলগত নীতিতে' সম্মতি দিয়েছে ৷
সেই সম্মতি পাওয়ার পর ইনফান্তিনো সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘আমরা এখন এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং তারপরে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে ৷’’ এনিয়ে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন এবং ইউরোপীয় লিগ গ্রুপের সদস্যরা জানিয়েছে, তারা ফিফার এই অপ্রত্যাশিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে ৷ পুরো বিষয়টি নিয়ে জুরিখে অবস্থিত ওয়ার্ল্ড লিগ ফোরাম বিবৃতিতে বলেছে, ‘‘আলোচনা ছাড়াই একতরফাভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি ৷ যে তালিকায় সমস্ত লিগ এবং তাদের সদস্য ক্লাব, খেলোয়াড় এবং অনুরাগীরা রয়েছেন ৷’’