মিউনিখ, 10 ডিসেম্বর:সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপারের (Manuel Neuer) । জাপানের কাছে হেরে গ্রুপ পর্বেই বিশ্বজয়ের স্বপ্নে তালা পড়েছে । এবার স্কি করতে গিয়ে পা-ভেঙে বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন ম্যানুয়েল ন্যুয়ের (Germany captain Manuel Neuer breaks leg) ।
2 ডিসেম্বর বিশ্বকাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলেছিল জার্মানি । কোস্টারিকা'কে ওই ম্যাচে 4 গোলের মালা পরালেও লাভের লাভ কিছুই হয়নি । কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দেশে ফিরেছেন জার্মান টিমের প্রায় প্রত্যেক সদস্যই । বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্লাবের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা ছিল বায়ার্ন ক্যাপ্টেনের ।