পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

German Open 2022 : লক্ষ্য সেন বনাম অ্যাক্সেলসন, জার্মান ওপেনে চ্যালেঞ্জের মুখে ভারতীয় শাটলার - Lakshya Sen to face Viktor Axelsen in German Open semifinal

জার্মান ওপেনে (German Open 2022) ভারতের হয়ে খেতাব জয়ের আশা টিকিয়ে রেখেছেন লক্ষ্য সেন ৷ দেশীয় প্রতিদ্বন্দ্বী এইচএস প্রণয়কে হারিয়ে সেমিতে পা রাখেন লক্ষ্য ৷ অন্যদিকে শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ হেরে যান কিদাম্বি শ্রীকান্ত ৷

German Open 2022
German Open 2022

By

Published : Mar 12, 2022, 5:44 PM IST

বার্লিন, 12 মার্চ : বয়সটা কুড়ির কোঠায় হলেও ব্যাডমিন্টন সার্কিটে 'জায়ান্ট কিলার' হিসেবেই খ্যাত ভারতীয় শাটলার লক্ষ্য সেন ৷ গত জানুয়ারিতে ইন্ডিয়া ওপেনের ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছিলেন ৷ ফের একবার লক্ষ্যের সামনে বিরাট চ্যালেঞ্জ ৷ জার্মান ওপেনে ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে পা রেখেছেন আলমোড়ার ছেলে ৷ ফাইনালে ওঠার পথে বিশ্বের একনম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনের মোকাবিলা করতে হবে তাঁকে ৷ যিনি আবার জার্মান ওপেনের গতবারের চ্যাম্পিয়ন ৷

জার্মান ওপেনে ভারতের হয়ে খেতাব জয়ের আশা টিকিয়ে রেখেছেন একমাত্র লক্ষ্য সেন ৷ দেশীয় প্রতিদ্বন্দ্বী এইচএস প্রণয়কে হারিয়ে সেমিতে পা রাখেন লক্ষ্য ৷ অন্যদিকে শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ হেরে যান কিদাম্বি শ্রীকান্ত ৷ জার্মান ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ভিক্টর অ্যাক্সেলসন ৷ টুর্নামেন্টের শীর্ষ বাছাই ডেনমার্কের এই শাটলার এবার দুরন্ত ফর্মে থাকা লক্ষ্যের মুখোমুখি (Lakshya Sen to face Viktor Axelsen in German Open semifinal) ৷

আরও পড়ুন : Lakshya Sen wins India Open : লক্ষ্যের মুকুটে নয়া পালক, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সিঙ্গলস জয়

গত জানুয়ারিতে প্রথমবার সুপার সিরিজের খেতাব জেতেন লক্ষ্য ৷ ইন্ডিয়া ওপেনের ফাইনালে হারিয়ে দেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউ-কে ৷ মাস দুয়েকের মধ্যে ফের বড়সড় চ্যালেঞ্জের মুখে এই প্রজন্মের অন্যতম সেরা শাটলার ৷ এবার সামনে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকস চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর শাটলার ৷ সবাইকে চমকে দিয়ে প্রতিভাবান ভারতীয় শাটলার নতুন কীর্তি গড়তে পারেন কি না সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details