পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: আর্মব্যান্ডে নিষেধাজ্ঞা ! মুখ বন্ধ করেই মাঠে রামধনু আঁকলেন জার্মানরা - FIFA World Cup 2022

‘নো ডিসক্রিমিনেশন’ লেখা ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড পরায় নিষেধাজ্ঞা আরোপ করা এবার ফিফার বিরুদ্ধে সরব হল জার্মান (German Football Association) ৷ যা নিয়ে জার্মান ম্যানেজার হ্যানসি ফ্লিক (Hansi Flick) ফিফার সমালোচনাও করেছেন ৷ সেই ছবিই দেখা গেল জার্মানি-জাপান ম্যাচেও ।

German Football Association on FIFA Bann to Wear OneLove Armbands
German Football Association on FIFA Bann to Wear OneLove Armbands

By

Published : Nov 23, 2022, 7:50 PM IST

দোহা, 23 নভেম্বর: কাতার সরকারের নিষেধাজ্ঞার জেরে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে স্থান হয়নি সমকামীদের ৷ রামধনু রঙা আর্মব্যান্ড পরে নামতে না-পারলেও 'মানবতা'র স্বার্থে প্রতিবাদে সরব জার্মানি । এদিন জাপানের সঙ্গে ম্যাচের বল গড়ানোর আগেই প্রতিবাদ সারল বেকেনবাওয়ারের দেশ । অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুললেন ন্যুয়ের, মুলাররা । বুঝিয়ে দিলেন, 'আর্মব্যান্ড পরার অনুমতি মিলুক আর না-মিলুক । আমাদের জায়গায় আমরা অনড় থাকব ।'

আগেই ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ওয়েলস, সুইৎজারল্যান্ড, ডেনমার্ক এবং জার্মানি প্রতীকী প্রতিবাদ করার কথা জানিয়েছিল ৷ যেখানে ‘নো ডিসক্রিমিনেশন’ (No Discrimination) লেখা ‘ওয়ানলাভ’ (OneLove Armbands) আর্মব্যান্ড পরে অধিনায়করা মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, অভিযোগ উঠেছে শেষ মুহূর্তে ফিফার ফতোয়ার জেরে পিছিয়ে আসতে হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে ৷

কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এই বৈষ্যমের বিরুদ্ধে জার্মানরা দমার পাত্র নয় ৷ মাঠে নামার আগেই ফিফার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ‘ডয়চার ফুসবল বান্ড’ (Deutscher Fussball Bund) অর্থাৎ, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথে যেতে পারে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷

জার্মান ম্যানেজার হ্যানসি ফ্লিক (Hansi Flick) ফিফার ফতোয়ার সমালোচনা করে বলেছেন, ‘‘এই আর্মব্যান্ড পরে খেলতে নামার উদ্দেশ্য ছিল, দল হিসেবে আমরা বার্তা দিতে চেয়েছিলাম ৷ আর সেখানে ফিফা আমাদের থামিয়ে দিচ্ছে ৷ হুমকি দেওয়া হচ্ছে, যদি সেই আর্মব্যান্ড দেখা যায়, তাহলে শাস্তি দেওয়ার হবে ৷ আর যে দেশগুলি গত দু’দিনে খেলেছে, তাদের খুব কম সময়ের মধ্যে সেই ফতোয়া জারি করা হয়েছে ৷ এই আর্মব্যান্ড বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতীক ৷ যাঁদের জন্য আমরা প্রতিনিধিত্ব করছি এবং যাঁদের জন্য বাঁচছি ৷’’

আরও পড়ুন:নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে

জার্মান ম্যানেজার বলেন, ‘‘ম্যাচ শুরুর আগের মুহূর্তে যেভাবে ফিফার প্রতিনিধিরা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দলকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ তাতে কঠিন পরিস্থিতির মধ্যে পরে গিয়েছিল তাঁরা ৷ এই ফতোয়ার বিরুদ্ধে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেওয়ার সময় পাননি ৷ ফলে সেই মুহূর্তে ওই দেশের ফুটবল ফেডেরেশন খেলোয়াড়দের থেকে চাপ কমাতে ফিফার নির্দেশ মেনে নেয় ৷ কিন্তু, এটা খুবই লজ্জার যে, আপনাকে মানবিকতার পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ৷’’ প্রসঙ্গত অভিযোগ উঠেছে, ফিফার তরফে ‘নো ডিসক্রিমিনেশন’ লেখা ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেই সঙ্গে আয়োজকদের তরফে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে বলা হয়, এই আর্মব্যান্ড পরে মাঠে নামলে, অধিনায়ককে হলুদ কার্ড দেখানো হবে ৷ পাশাপাশি, একাধিক নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details