কলকাতা, 6 সেপ্টেম্বর:ডুরান্ড অতীত। ফের কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল । গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততে মরিয়া ইস্টবেঙ্গল । ডুরান্ড ফাইনালে হারের পর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বিনো জর্জের দলের । গত দশ-বারো দিন আগেও শেষবার লিগের ম্যাচ খেলেছিল লাল-হলুদ । কলকাতা লিগে এখনও অপরাজিত । বৃহস্পতিবার গ্রুপ ‘বি’র শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের । ঘরের মাঠে প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। বুধবারই কালীঘাট মিলন সংঘের উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্যায় তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে ।
নিজেদের শেষ ম্যাচে ভবানীপুর ড্র করায়, শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছে লাল হলুদের । টানা 11 ম্যাচ খেলার পর লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল । জিতেছে আটটি ম্যাচে । 3টিতে ড্র। পয়েন্ট 27 । ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারালেই তিন পয়েন্ট নিশ্চিত । 30 পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্ব শেষ করবে ইস্টবেঙ্গল । প্রাথমিক পর্বের প্রাপ্ত পয়েন্ট কাউন্ট হবে সুপার সিক্স রাউন্ডে । বেশি পয়েন্ট থাকলে বাকিদের থেকে বিশেষ সুবিধা হবে ইস্টবেঙ্গলের ।
এদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগের দিন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ বলেন, "আমরা গ্রুপ বি’র শেষ ম্যাচ খেলতে নামছি । এতদিন বিরতিতে সুবিধা হয়েছে ফুটবলারদের । দল বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে । আমরা মরিয়া জয়ের ধারা বজায় রাখার জন্য ।"
শেষ চারটি ম্যাচ জিতে এই ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল । অন্যদিকে, জর্জ টেলিগ্রাফের অবস্থা তথৈবচ । শেষ পাঁচ ম্যাচে তারা জিততেই পারেনি । লিগে মোটে তিনটি ম্যাচ জিতেছে । দশ নম্বরে রয়েছে তারা। অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে বিনোর দল । ফলত, জিততে অসুবিধা না হওয়ার কথা ।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টারে শীর্ষবাছাই কার্লোস আলকারাজ, পরের রাউন্ডে উঠলেন মেদভেদেভ
ফুটবলে ছোট দলরা সবর্দাই মুখিয়ে থাকে, বড় দলগুলির বিরুদ্ধে সেরাটা দেওয়ার লক্ষ্যে । শেষ ম্যাচে জর্জ টেলিগ্রাফের লক্ষ্য জয় তা বলার অপেক্ষা রাখে না । ইস্টবেঙ্গলের আক্রমণ সামলে, রক্ষণ ভেঙে গোল করে জয় তোলা, অনেকটাই চাপের জর্জ টেলিগ্রাফের জন্য । ইস্টবেঙ্গলের তিন বিভাগের ফুটবলাররা দুরন্ত ছন্দে রয়েছে। বিশেষ করে আক্রমণ ভাগের ফুটবলাররা । কলকাতা লিগের ম্যাচে সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকে দেখে নেওয়া হতে পারে। তারা অনুশীলনে যোগ দিয়েছিলেন। সুপার সিক্সে জায়গা নিশ্চিত হলেও যেহেতু এই পর্বের পয়েন্ট পরের পর্বে যোগ হবে তাই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে লাল হলুদ। তাই রিজার্ভ দল সঙ্গে সিনিয়র দলের কয়েকজনের উপর বিনো এই ম্যাচ জিততে ভরসা রাখছেন।