কলকাতা, 16 জুলাই:চলতিবছরমোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার । ময়দানের ছোট 'বেকেনবাওয়ার' গৌতম সরকারের নাম রত্ন সম্মানের জন্য বিবেচিত হয়েছে । মোহনবাগান দিবস 29 ও 30 জুলাই অনুষ্ঠিত হবে ৷ 29 জুলাই মহরম পড়ে যাওয়ায় দু‘দিন ধরে অনুষ্ঠান হবে ৷ 20 জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন হবে । শনিবার পূর্ব মেদীনিপুরের মন্দারমনিতে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে ৷ 29 জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 'ষোলো আনা বাবলু' প্রকাশিত হবে ।
'মোহনবাগান রত্ন' পুরস্কাররের জন্য় নিজের নাম ঘোষণা হওয়ার পর উচ্ছ্বসিত গৌতম । তিনি বলেন, "আমার নাম 'মোহনবাগান রত্ন' পুরস্কারে বিবেচিত হওয়ায় আমি খুশি । ফুটবলার হিসেবে কলকাতার তিনটি বড় ক্লাবেই খেলেছি । মোহনবাগানের জার্সিতে ফুটবল সম্রাট পেলের বিরুদ্ধে খেলেছি । তাঁর প্রশংসা পেয়েছি । সেই ক্লাব আমাকে রত্ন সম্মানিত করছে ভেবে আমি অভিভূত ।"
এছড়াও 'জীবনকৃতি' সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ভারতীয় ফুটবলার 'শিবদাস ভাদুড়ী' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশাল কেইথ । বর্ষসেরা ক্রিকেটার 'অরুণলাল' পুরস্কার পাচ্ছেন অর্নব নন্দী । বছরের সেরা ফরওয়ার্ড 'সুভাষ ভৌমিক' ট্রফি পাচ্ছেন দ্রিমিত্রি পেত্রাতোস। বর্ষসেরা ক্রীড়াসংগঠক 'অঞ্জন মিত্র' পুরস্কার পাচ্ছেন নবাব ভট্টাচার্য ।