কলকাতা, 26 নভেম্বর: ফিনল্যান্ড ফিরে গেলেন জনি কাউকো। নিজের দেশের চেনা চিকিৎসকের অধীনে চোটের এসিএলের অস্ত্রোপচার করতে চান এই ইউরো কাপার। এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি । সেই সময় চোটের কারনে জনি কাউকো ছিটকে যাবেন বোঝা যায়নি। তবে তাঁর ছিটকে যাওয়া এটিকে মোহনবাগানের কাছে বড় ধাক্কা। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে এটিকে মোহনবাগান। তার আগে জনি কাউকোর অভাব দূর করে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ। কোচ জুয়ান ফেরান্দো সেভাবেই দলকে তৈরি করছেন।
হুগো বুমোসকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো জানান, জনি কাউকোকে না পাওয়া বড় ধাক্কা। চোটের কারণে ফ্লোরেন্টিন পোগবাও নেই। এই অবস্থায় যাঁরা আছেন তাদের নিয়েই প্রস্তুতি সারছেন। বিশেষ করে দলের ভারতীয় ব্রিগেডের ভালো খেলার উপর অনেক কিছু নির্ভর করবে। চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল ৷ যা ফুটবলের অঙ্গ। কোনও ম্যাচে খেলা ভালো হবে আবার কোনও ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যাবে না। এরই মধ্যে সাফল্যের পথ খুঁজে নিতে হবে।
আরও পড়ুন:জনি কাউকোর চোট গুরুতর, বড় ধাক্কা বাগানে
চোট আঘাত সমস্যা ক্রমেই বড় হচ্ছে সবুজ মেরুনে। এই অবস্থায় হুগো বুমোসের পারফরম্যান্স বড় ভূমিকা নিতে পারে। কিন্তু ফরাসি মিডফিল্ডার পুরো নব্বই মিনিট ধারাবাহিক থাকেন না। যদিও এই অভিযোগ মানতে রাজি নন হুগো বুমোস। এই প্রসঙ্গেই তিনি বলেছেন,“আমার পারফরম্যান্স প্রত্যাশিত মানে পৌছয় না এটা ঠিক নয়। আমি এবং আমার সতীর্থরা সকলেই সেরাটা দেওয়ার চেষ্টা করছি। প্রতিপক্ষ হিসেবে হায়দরাবাদ কঠিন। তাদের সামলাতে আমরা তৈরি।”
পরিস্থিতি কঠিন মেনে নিয়ে ফুটবলাররা বাড়তি সতর্ক। আইএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে কঠোর লড়াই করতে তৈরি সকলে। দলের স্ট্রাইকার দ্রিমিত্রিচ পেত্রাতোস জানান, লিগ শীর্ষে থাকা দলের বিরুদ্ধে নামার আগে তাঁরা বাড়তি উদ্যোমী। ম্যাচ জিতে লিগ টেবিলের উপরের দিকে ওঠাকে পাখির চোখ করছেন। এফসি গোয়ার বিরুদ্ধে হারের ক্ষত দ্রুত ভুলতে চাইছেন। পেত্রাতোস মনে করেন জয় পরাজয় খেলার স্বাভাবিক ঘটনা। শেষ ম্যাচের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার কথা বলছেন সবুজ মেরুন স্ট্রাইকার। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি দলে পেত্রাতোসের এক বন্ধু রয়েছেন। তবে বন্ধুত্ব করতে যে মাঠে নামবেন না তা তিনি মনে করিয়ে দিয়েছেন। কারন যেকোনও মুল্যে হায়দরাবাদকে থামাতে হবে বলে মনে করেন। প্রায় একই সুর শুভাশিস বসুর গলায়। তিনিও মনে করেন একসঙ্গে একই দল খেলার সুবিধা পাচ্ছে হায়দরাবাদ। তার উপর ওগবেচে,জোয়াও ভিক্টর, মহম্মদ ইয়াসির, আকাশ মিশ্ররা ফর্মে থাকায় বাড়তি সতর্কতা জরুরি বলে মনে করেন।