লুসেইল, 19 ডিসেম্বর: স্বপ্নের আরব্য রজনী, বেদুইনের দেশে সোনার কাপ আর্জেন্তিনার । 36 বছর পরে সোনার কাপ ফিরল দিয়েগোর দেশে (Argentina win FIFA World Cup 2022) । ফুটবলপ্রেমীরা বলছেন, এরকম টানটান উত্তেজনা নিয়ে শেষ কবে ফাইনাল দেখেছিলেন, তা মনে করতে গেলে মস্তিষ্কে চাপ পড়বে (Full list of FIFA World Cup 2022 award winners) ।
FIFA World Cup 2022: ম্যাজিকাল মেসি থেকে দুর্ভেদ্য মার্তিনেজ, বিশ্বকাপে ব্যক্তিগত সেরা হলেন কারা - FIFA World Cup 2022 award winners
না একমাস ফুটবল ভক্তরা বুঁদ হয়ে রইলেন মেসির স্বপ্নের পারফর্ম্যান্সে । হা করে গিললেন এমবাপের হার না-মানা লড়াই, মার্তিনেজের দুর্ভেদ্য প্রাচীরের মতো তেকাঠি আগলানো । দেখে নিন, কাতার বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বাজিমাত করলেন কারা (Full list of FIFA World Cup 2022 award winners) ।
কাতার বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বাজিমাত করলেন কারা
জমজমাট উদ্বোধনী শো থেকে মোহময়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠান । টানা একমাস ফুটবল ভক্তরা বুঁদ হয়ে রইলেন মেসির স্বপ্নের পারফর্ম্যান্সে । হা করে গিললেন এমবাপের হার না-মানা লড়াই, মার্তিনেজের দুর্ভেদ্য প্রাচীরের মতো তেকাঠি আগলানো । দেখে নিন, কাতার বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বাজিমাত করলেন কারা ।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ স্কোরার): কিলিয়ান এমবাপে (8 গোল)
- গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি (7 গোল এবং 3 অ্যাসিস্ট)
- গোল্ডেন গ্লাভ (সেরা গোলরক্ষক): এমি মার্টিনেজ
-
ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড: এনজো ফার্নান্দেজ
আরও পড়ুন: বেদুইনের দেশে সোনার কাপ আর্জেন্তিনার