কলকাতা, 5 অক্টোবর:একদিকে চলেছে বিশ্বকাপের মহাযুদ্ধ আর অন্যদিকে আইএসএলের ডার্বি নিয়ে মুখিয়ে বাঙালি ৷ কথা ছিল 28 অক্টোবর মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ কিন্তু ওইদিন হচ্ছে না বড় ম্যাচ ৷ লক্ষ্মীপুজোর দিন কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখল এফএসডিএল ৷ পরিবর্তিত দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানায়নি তাঁরা ৷ এফএসডিএল জানিয়েছে এই বড় ম্যাচের ঘোষণা করা হবে পরবর্তী সূচীতে ৷
28 অক্টোবর শুধু ডার্বি নয় ছিল আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ বিকেল 5.30-এ মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসির ৷ সেই ম্যাচের সূচিতেও বদল এনেছে এফএসডিএল ৷ 5টা 30 মিনিটের বদলে ম্যাচটি শুরু হবে রাত 8টায় ৷ অন্যদিকে পুজোর মধ্যেই রয়েছে ইস্টবেঙ্গলের একটি হোম ম্যাচও ৷ 21 অক্টোবর অর্থাৎ দুর্গাসপ্তমীর দিন এই ম্যাচটি হওয়ার কথা ৷ কিন্তু নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি আয়োজিত হবে ভুবনেশ্বরে ৷ উৎসবের মরশুমে এএফসি কাপ এবং আইএসএল আয়োজন সম্ভব নয় তা আগেই জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।