প্যারিস, 18 অক্টোবর: 1998 সালে ব্যালনের মঞ্চে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিয়েছিলেন এক ফরাসি জাদুকর (Ballon d'Or) । জিনেদিন ইয়েদিন জিদানের পর এদিন ফের বিশ্বমঞ্চে উজ্জ্বল আরেক ফরাসি ফুটবল তারকা (French Footballer Karim Benzema) । জিজুর ওই পুরস্কার পাওয়ার 24 বছর পর ব্যালন ডি'অর গেল ফ্রান্সে । 2021-22 মরশুমে দুরন্ত ফুটবলে শ্রেষ্ঠত্বের তাজ উঠল করিম বেঞ্জেমার মাথায় (Benzema wins Ballon d’Or) ।
বেঞ্জেমার জাদুতে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা গিয়েছে ক্যাম্প ন্যু'তে । রিয়াল মাদ্রিদের হয়ে মোট 46 ম্যাচে 44 গোল করেছেন ফরাসি তারকা । যার মধ্যে 15টি চ্যাম্পিয়ন্স লিগ গোল । চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ প্যারিস সাঁ জা'র বিরুদ্ধে 17 মিনিটের হ্যাটট্রিকে জয় পেয়েছিল সাদা জার্সিধারীরা । কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিরুদ্ধে হ্যাটট্রিক শুধু নয়, গোল পেয়েছিলেন ফিরতি ম্যাচেও । ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে দু'লেগ মিলিয়ে মোট 3 বার জালে বল জড়িয়েছিলেন । এদিন তারই পুরস্কার মিলল ।