পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: সেমি'তেই থামল মরক্কোর স্বপ্নদৌড় ! কাপ রক্ষায় ফ্রান্সের সামনে এখন মেসিরা - ফ্রান্স

ফাইনালে মেসি বনাম এমবাপে । সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছল ফ্রান্স (France reached FIFA World Cup 2022 Final) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 15, 2022, 6:46 AM IST

Updated : Dec 15, 2022, 9:54 AM IST

আল খোর, 15 ডিসেম্বর: প্রথম পাঁচ মিনিটে প্রথম গোল । 78 মিনিটে দ্বিতীয় গোল । দু'টো সুযোগকে কাজে লাগিয়ে ফের বিশ্বকাপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা । গ্রিজম্যানের বাড়ানো বল ধরে চকিতে কিলিয়ান এমবাপের শট মরক্কো ডিফেন্ডাররা প্রতিহত করেন । ফিরতি বল অতর্কিতে উঠে আসা হার্নান্দেজের পায়ে পড়লে তিনি তা জালে জড়িয়ে দিতে ভুল করেননি । তাঁর করা গোলেই ফ্রান্স এগিয়ে গিয়েছিল ।

ফ্রান্সের ডাগ আউটে স্বস্তি এল 78 মিনিটে । কিলিয়ান এমবাপের দুরন্ত স্কিলে ফাটল ধরল মরক্কো রক্ষণে । সুপার সাব কলো মৌনিকে দিয়ে গোল করালেন এমবাপে । প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে এক বন্ধনীতে । 2-0 গোলে জিতে টানা দু'বার ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে । রবিবার কাপ রক্ষার লড়াইয়ে তাদের সামনে লিওনেল মেসির আর্জেন্তিনা ।

ফরাসি উপনিবেশ ছিল মরক্কোয় । বিশ্বকাপ সেমিফাইনালে দু'দলের দ্বৈরথে পরাজিত হলেও হৃদয় জিতল অ্যাটলাস সিংহরা । প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন, সেখানে একাধিক বিখ্যাত নামের ভিড় । তা সত্ত্বেও প্রথমবার সেমিফাইনাল খেলার চাপ সরিয়ে মরক্কোয় খেলায় সিংহের দাপট ও স্কিলের লালিমা একসঙ্গে ।

আরও পড়ুন: চেরি অন দ্য কেক ! দেশের জার্সি গায়ে 'শেষ' ম্যাচে নজির ছুঁতে মরিয়া লিও

স্কোরবোর্ডে চোখ না-পড়লে বিশ্বাস করা শক্ত ছিল ফ্রান্স গোল করে এগিয়ে রয়েছে । মনে হয়েছিল, এমবাপে-জিরু-গ্রিজম্যানদের প্রেসিং ফুটবলের যাতাকলে পিষবে মরক্কান ফুটবলাররা । কিন্তু এদিন ডিফেন্ডারদের কড়া ট্যাকেলের সামনে ফরাসিরা কার্যত দাঁত-নখ বের করতে পারেনি । একই সঙ্গে মুুহুর্মুহু আক্রমনে ফ্রান্সের ডিফেন্ডারদের নকল বুঁদিগড় রক্ষার মত অবস্থা হয়েছিল । এই সময় ফরাসি গোলরক্ষক হুগো লরিসের দু'টো হাত বিশ্বস্ততা দিতে না-পারলে ফ্রান্স প্রথমে গোল করার সুবিধা হারিয়ে ফেলত । অন্তত গোটা তিনেক নিশ্চিত গোল বাঁচালেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায় । মরক্কো পরাজিত কারণ ফুটবলে গোলই শেষ কথা । সেখানেই টেক্কা বিশ্বচ্যাম্পিয়নদের ।

Last Updated : Dec 15, 2022, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details