দোহা, 1 ডিসেম্বর:চলতি বিশ্বকাপে গতকাল অর্থাৎ, বুধবারের ম্যাচে তিউনেশিয়া নেমেছিল ফ্রান্সের বিরুদ্ধে ৷ ফ্রান্সের বিরুদ্ধে তিউনেশিয়া ম্যাচ জিতলেও শেষ ষোলোর টিকিট পেল না (France Lost Against Tunisia) । কারণ গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছে ডেনমার্ককে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দু'টো ম্যাচ জিতে কিন্তু শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। তিউনেশিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচটি গ্রুপ ডি-র দ্বিতীয় দল হিসে কারা যাবে তার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে (FIFA World Cup 2022) ।
কারণ এই গ্রুপের পরের পর্বে যাওয়ার অঙ্কটি জটিল। তিউনেশিয়া দুই পয়েন্ট নিয়ে খেলতে নেমেছিল। এই অবস্থায় ফ্রান্সের বিরুদ্ধে জয় তাদের রাস্তা করতো। একসময় ফরাসি উপনিবেশ থাকায় তিউনেশিয়ার খেলার ধরণ অনেকটাই বিশ্বচ্যাম্পিয়নদের মতো। পরের পর্বে জায়গা নিশ্চিত হওয়ায় ফ্রান্স কোচ তাঁর প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন। কার্যত পরিবর্ত একাদশই নামিয়ে ছিলেন তিনি। কিন্তু পরিবর্ত একাদশ কখনই ম্যাচের রাশ নিতে পারেনি।