দোহা, 4 ডিসেম্বর: রাশিয়ায় যে ফুটবল উপহার দিয়ে দেশকে দ্বিতীয়বার বিশ্বজয়ের ট্রফি এনে দিয়েছিলেন, কাতারেও সেই ছন্দ সমানভাবে ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে ৷ বরং বয়স বাড়ায় এখন আরও পরিণত তিনি ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আরে সে কথা হাড়ে-হাড়ে প্রতিপক্ষদের বোঝাচ্ছেন পিএসজি-র বছর তেইশের স্ট্রাইকার ৷ রবিবার এমবাপের তেজে ছারখার পোলিশরা ৷ রবিবাসরীয় প্রথম প্রি-কোয়ার্টারে লেওয়ালদোস্কি অ্যান্ড কোংকে ধরাশায়ী করে কোয়ার্টারে পৌঁছে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ জোড়া গোল করে জয়ের নায়ক সেই এমবাপে (Kylian Mbappé scored twice) ৷ সঙ্গী হলেন জিরু ৷
আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিল ফরাসিরা। বিরতির ঠিক আগে (44মিনিট) প্রথম গোল জিরুর ৷ 74 এবং 91 মিনিটে জোড়া গোল করে ব্যবধান 3-0 করেন গত বিশ্বকাপের সেরা প্রতিশ্রুতিমান তারকা ৷ এ নিয়ে চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে ফেললেন পিএসজি তারকা। শেষ মিনিটে পেনাল্টি থেকে লেওয়ানের গোল সান্ত্বনা ছাড়া কিছুই নয় ৷