দোহা, 23 নভেম্বর:জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়েও তাদের দুরন্ত জয় প্রমাণ করল চোট-আঘাতের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে তৈরি দ্রিদিয়ের দেঁশাইয়ের দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 গোলে জয়ী দু'বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে 9 মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ফ্রান্স। গোল করেন ক্রেগ গুডউইন। কাতার বিশ্বকাপে এটাই এখনও অবধি দ্রুততম গোল। ম্যাথু লেকির দারুণ ক্রস মিট করে গোল করে যান ক্রেগ (France beats Australia in their first match)।
0-1 গোলে পিছিয়ে থাকলেও দারুণ ভাবে ফিরে আসে গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। 27 মিনিটে থিও হার্নান্দেজের পাস থেকে হেড করে গোল করেন রাবিয়োট। এরপর 32 মিনিটে ব্যবধান বাড়ান জিরুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে নিজের 50তম গোল করে ফেললেন তিনি।
আরও পড়ুন: পেনাল্টি নষ্ট লেভানডস্কির, মেক্সিকোর বিরুদ্ধে ড্র পোল্যান্ডের
FIFA World Cup 2022: পিছিয়ে পড়েও এল দুরন্ত জয়, 4-1 গোলে জিতল ফ্রান্স - undefined
0-1 গোলে পিছিয়ে থাকলেও দারুণ ভাবে ফিরে আসে গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। 27 মিনিটে থিও হার্নান্দেজের পাস থেকে হেড করে গোল করেন রাবিয়োট। এরপর 32 মিনিটে ব্যবধান বাড়ান জিরুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে নিজের 50তম গোল করে ফেললেন তিনি (France beats Australia in their first match)।
Etv Bharat
হাফটাইমের আগে সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে হেড করা বল বারে লেগে ফেরায় স্কোরবোর্ড বদলায়নি। 2-1 গোলেই শেষ হয় প্রথমার্ধ। 68 মিনিটে ব্যবধান বাড়ান এমবাপে। ডেম্বেলের ক্রস থেকে হেডে গোল করেন ফরাসি তারকা। বল পোস্টে লেগে গোলে ঢোকে। এরপর আবার জিরুকে দিয়ে গোলও করান তিনি। 71 মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ফেলে গতবারের চ্যাম্পিয়নরা। ব্যবধান আরও বাড়তে পারত। তবে অজি গোলরক্ষক ম্যাথু রায়ানের দক্ষতায় লজ্জা বাড়েনি অস্ট্রেলিয়ার।
TAGGED:
World cup