কলকাতা, 28 ডিসেম্বর : টার্গেট স্প্রিন্ট এবং রানিং টার্গেট, রাইফেল শুটিংয়ের এই দুটো বিভাগের সঙ্গে শুটাররা পরিচিত । এবার শুটিংয়ের এই দুই বিভাগকে জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন প্রাক্তন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার ।
সাধারণত রাইফেল শুটিং বলতে বোঝায় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা । টার্গেট স্প্রিন্ট বিষয়টি একটু আলাদা । এখানে একজন শুটার দুশো মিটার দৌড়ে অংশ নেওয়ার পরে লক্ষ্যভেদ করার খেলায় নামবেন । এবং একবার দৌঁড় কিংবা লক্ষ্যভেদ করেই বিষয়টি থামবে না । কয়েকটি ধাপে বিষয়টি সম্পূর্ণ হবে । তারপর সম্মেলিত পয়েন্টের যোগফলে জয় পরাজয় নির্ণয় হবে । যাকে এককথায় বলা হচ্ছে শুটিং বায়োথেলন । ইতিমধ্যেই ইউরোপ এবং আমেরিকায় খেলাটি ভীষণ জনপ্রিয় । কারণ সব বয়সী খেলোয়াড়দের এই খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে । ভারতে এবার এই খেলাটি নিয়ে আসা হচ্ছে । যার অন্যতম উদ্যোগী অলিম্পিয়ান জয়দীপ । ইতিমধ্যে ইন্টারন্যাশনাল শুটিং অ্যাসোসিয়েশন প্রতিটি দেশকে খেলাটি চালু করার ব্যাপারে উদ্যোগ নিতে বলেছে । কারণ এই বিভাগের বিশ্বচ্যাম্পিয়নশিপ নিয়মিত হয়ে থাকে ।