কলকাতা, 23 সেপ্টেম্বর: এক অনন্য সম্মানে সম্মানিত হয়েছেন কৃষ্ণেন্দু রায় ৷ স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে জায়গা পেয়েছে তাঁর 12 নম্বর জার্সি ৷ ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এই মুহূর্তে ছোট ছোট প্রতিভাদের প্রশিক্ষণ দেন ৷ নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার মধ্যে দিয়েই ভারতীয় ফুটবলের অগ্রগতিতে সাহায্য করতে চান তিনি ৷ তারই মধ্যেই স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে নিজের জার্সি স্থান পাওয়ার খবরে আপ্লুত ৷ ওই মিউজিয়ামেই রয়েছে দিয়াগো মারাদোনা-সহ বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের জার্সি ৷ সেখানে কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি ৷ আর কোনও ভারতীয় ফুটবলারের জার্সি সেখানে স্থান পায়নি এখনও ৷
মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে ভারতীয় ফুটবলের একমাত্র প্রতিনিধি বাঙালি রাইট-ব্যাক ৷ মাদ্রিদ শহরের নাম শুনলেই রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জগৎ বিখ্যাত ক্লাবের নাম ভেসে ওঠে ফুটবলারদের মনে ৷ সেই শহরে পুয়েরটা দেল সল এলাকায় তৈরি হয়েছে ‘লেজেন্ডস’ নামের এক ফুটবল মিউজিয়াম ৷ যেখানে পাঁচ হাজারের বেশি ফুটবল দ্রষ্টব্য জায়গা পেয়েছে ৷ ছ’শোটি ফুটবল স্মৃতির মাধ্যমে ঐতিহ্যশালী এই খেলার ইতিহাস সামনে আসবে ৷ এই সামগ্রীগুলি ফিফা বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, উয়েফা চ্যাম্পিয়নশিপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকায় ব্যবহৃত হয়েছে ৷ কিন্তু কীভাবে পৌঁছল কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি মাদ্রিদের মিউজিয়ামে ?
ইস্টবেঙ্গলের লাইব্রেরিতে বসে প্রাক্তন রাইট ব্যাক বলেন, “1984 সালে নেহরু কাপে ভারতীয় দল খেলেছিল আর্জেন্তিনার বিরুদ্ধে ৷ চিরিচ মিলোভানের কোচিংয়ে ভারতীয় দল সেবার পুরো নেহরু কাপ জুড়েই অসাধারণ ফুটবল খেলেছিল ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে আমি তো ভালো খেলেছিলামই ৷ পুরো দলও ভালো খেলেছিল ৷ অনেক লড়াইয়ের পরে আমরা এক গোলে হেরে গিয়েছিলাম ৷’’
আরও পড়ুন:আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর