পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tulsidas Balaram: হাসপাতালে তুলসীদাস বলরাম, দেখা করলেন ক্রীড়ামন্ত্রী - ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি অশীতিপর তুলসীদাস বলরাম (Tulsidas Balaram) ৷ ক্ষুধামন্দা, পেটের গণ্ডগোল, প্রস্রাবের সমস্যায় ভুগছেন কিংবদন্তি। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। আশ্বাস দিলেন, সরকার চিকিৎসার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণে সর্বতোভাবে তাঁর পাশে রয়েছেন ৷

Tulsidas Balaram
তুলসীদাস বলরাম হাসপাতালে

By

Published : Dec 29, 2022, 10:12 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: অসুস্থ হয়ে হাসপাতালে কিংবদন্তি তুলসীদাস বলরাম (Former Footballer Tulsidas Balaram)। গত 26 ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন বর্ষীয়ান এই ফুটবলার। '62 এশিয়াডে সোনাজয়ী ভারতীয় দলের সদস্যকে বৃহস্পতিবার হাসপাতালে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ।

চিকিৎসক শোভন সিনহার নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিম প্রাক্তন ফুটবলারের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। এছাড়া লিভারের অসুস্থতাও ঠিক করার বিষয়ে নজর রাখছেন চিকিৎসকরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী বৃহস্পতিবার হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন ৷ দেখা করে চিকিৎসার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি ।

অরূপ বিশ্বাস তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে। চিকিৎসা পরিষেবা পেয়ে তুলসীদাস বলরাম অত্যন্ত খুশি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সব বিষয়ে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। ক্রীড়ামন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার সর্বতোভাবে তাঁর পাশে রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবও অসুস্থ তুলসীদাস বলরামের খোঁজ নিয়েছে। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও কিংবদন্তির পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ ভারতীয় ফুটবলের ত্রিমূর্তি বলা হয়ে থাকে মহাতারকা চুনী গোস্বামী, প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং তুলসীদাস বলরাম। প্রথম দু'জন যদিও ইহলোক ত্যাগ করেছেন ৷

আরও পড়ুন:আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে, লড়াই চালিয়ে যাচ্ছেন, জানালেন তাঁর মেয়ে

1962 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে ভারতের হয়ে ফুটবলে সোনা জয়ের অন্যতম কারিগর এই তিনজন। অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন তুলসীদাস ৷ ক্লাব ফুটবলে লাল-হলুদ জার্সিতে চোখ ধাঁধানো পারফরম্যান্সও রয়েছে তুলসীদাস বলরামের ৷ তাঁর এই অসুস্থতার খবর পেতেই উদ্বেগ ক্রীড়ামহলে। আগেও তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সুস্থ হয়ে বাড়িও চলে এসেছিলেন। বছর শেষে আবারও তাঁকে ভরতি করা হয়েছে তাঁর অসুস্থতার কারণে ৷

ABOUT THE AUTHOR

...view details