পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Surajit Sengupta health Update : সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, রয়েছেন ভেন্টিলেশনে

মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বেডে শুয়ে প্রলাপ বকছেন সুরজিৎ । যন্ত্রের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে । দেহে অক্সিজেনের মাত্রা 94 থেকে 98 শতাংশ । বাংলার এই প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার দিকে চিকিৎসকরা নজর রাখছেন (Surajit Sengupta health Update )।

surajit sengupta
সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত

By

Published : Jan 29, 2022, 7:39 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : শারীরিক অবস্থা মোটেই ভাল নয় সুরজিৎ সেনগুপ্তের ৷ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ৷ স্বাভাবিকভাবেই তাঁর এই শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়াজগতে উৎকণ্ঠা বেড়েছে (Surajit Sengupta health Update ) ৷

করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি ফুটবলার । মাঝে কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । রাজ্য সরকারের তরফে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর চিকিৎসা সংক্রান্ত বিশেষ উদ্যোগ নেন । গঠন করা হয় মেডিক্যাল বোর্ড । কিন্তু গতকাল রাত থেকে সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ।

মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বেডে শুয়ে প্রলাপ বকছেন সুরজিৎ । যন্ত্রের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে । দেহে অক্সিজেনের মাত্রা 94 থেকে 98 শতাংশ । বাংলার এই প্রাক্তন ফুটবলারের অবস্থার দিকে চিকিৎসকরা নজর রাখছেন । করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তাঁর অন্যান্য অসুস্থতাও রয়েছে । ফলে অবস্থা ক্রমশ কঠিন হয়ে পড়ছে ৷ হৃদযন্ত্রে স্টেন্ট বসানো রয়েছে ৷ ফলে সেদিক থেকেও চিন্তা রয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, স্বনামধন্য এই ফুটবলারের ফুসফুসের সংক্রমণ বেড়েছে । সব মিলিয়ে অবস্থা এতটাই সঙ্কটজনক হয়ে পড়ে যে তাঁকে শনিবার ভেন্টিলেশনে নিয়ে যেতে হয় ।

আরও পড়ুন : Surajit Sengupta Is Critical : সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসায় এগিয়ে এল রাজ্য সরকার

গত শনিবার সুভাষ ভৌমিক করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন । এরপর 23 জানুয়ারি সুরজিৎ সেনগুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন । খেলা ছাড়লেও কোচিং, নতুন ফুটবলারের অন্বেষণ, খেলা পত্রিকার সম্পাদনা করার মধ্যে ছিলেন বছর বাহাত্তরের মানুষটি । সুভাষ ভৌমিকের মৃত্যুর পর তাঁর অসুস্থতায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ময়দান ।

ABOUT THE AUTHOR

...view details