বোগোটা, 14 এপ্রিল : গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কলম্বিয়ার প্রাক্তন ফুটবল অধিনায়ক ফ্রেডি ইউসেবিও রিঙ্কন ভ্যালেন্সিয়া ৷ ক্যালিতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন বিশ্বকাপার ৷ গুরুতর আহত অবস্থায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর পঞ্চান্নর রিঙ্কন (Former Colombia great Freddy Rincon dies) ৷
দেশের অন্যতম সেরা খেলোয়াড় 1966 সালে পশ্চিম কলম্বিয়ার বুয়েনাভেন্টুরায় জন্মগ্রহণ করেন ৷ দেশের জার্সিতে 84 ম্যাচে 17 গোল করেছেন রিঙ্কন । 1990, 1994 এবং 1998, তিনটি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ তারমধ্যে 1990 ইতালি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তাঁর গোল রয়েছে । তাঁর ওই গোলেই জার্মানিকে রুখে দিয়েছিল আপাত নিরীহ কলম্বিয়া ৷ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে শেষ ষোলোয় জায়গা পাকা করেছিল তাঁরা ৷ 1993 সালে বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে 5-0 ব্যবধানে জয়ের ম্যাচে দু'টি গোল এসেছিল তাঁর পা থেকে ৷