পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cesc Fabregas: ক্লাব ফুটবল থেকেও অবসর ঘোষণা স্প্যানিশ মিডফিল্ডার ফেব্রেগাসের - ক্লাব ফুটবল থেকে অবসর নিলেন সেস ফেব্রেগাস

জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন ৷ এবার ক্লাব ফুটবল থেকেও অবসর ঘোষণা করলেন প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার সেস ফেব্রেগাস ৷ শনিবার সোশাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানান তিনি ৷

Cesc Fabregas ETV BHARAT
Cesc Fabregas

By

Published : Jul 2, 2023, 1:52 PM IST

লন্ডন, 2 জুলাই: ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন স্পেন ও বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার সেস ফেব্রেগাস ৷ 36 বছর বয়সে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ওই স্প্যানিশ তারকা ৷ প্রায় 20 বছরের ফুটবল কেরিয়ারে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি ৷ মাত্র 16 বছর বয়সে ইংলিশ প্রিমিয়র লিগে আর্সেনালের হয়ে ক্লাব ফুটবলে আসেন তিনি ৷ ইতালির সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাব কোমো 1907 এর হয়ে শেষ খেলে অবসর ঘোষণা করলেন ফেব্রেগাস ৷

শনিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট অবসরের কথা ঘোষণা করেন 2010 বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলের এই মিডফিল্ডার ৷ তিনি টুইটে লেখেন, ‘‘এটা খুবই দুঃখের হলেও, আমার বুট তুলে রাখার সময় এসে গেছে ৷’’ বার্সেলোনার অ্যাকাডেমি থেকে ফুটবল খেলা শুরু করলেও, ইউরোপিয়ান ফুটবলে ফেব্রেগাসের আত্মপ্রকাশ হয়েছিল আর্সেনালের হয়ে ৷ মাত্র 16 বছর বয়সে তিনি আর্সেনালের হয়ে অভিষেক করেন ৷ সেই সঙ্গে লন্ডনের এই ক্লাবের হয়ে খেলা সবচেয়ে তরুণ ফুটবলার হয়ে ওঠেন তিনি ৷

2003 সালের অক্টোবর মাসে লিগ কাপের একটি ম্যাচে সেস ফেব্রেগাসের অভিষেক হয় আর্সেনালের জার্সিতে ৷ সেখানে ক্লাবের অধিনায়ক হল ৷ কিন্তু, 2011 সালে বার্সেলোনায় ফিরে আসেন তিনি ৷ অবশ্য ইউরোপ তথা ফুটবল বিশ্বে ততদিনে তিনি তারকা হয়ে উঠেছিলেন ৷ 2006 সালে স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক করেন ৷ আর 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের জয়ের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর ৷ 2016 সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন সেস ৷

আরও পড়ুন:গুরপ্রীতের দস্তানায় পরাজিত লেবানন, টাইব্রেকারে জিতে সাফের ফাইনালে ভারত

2011-2014 সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন তিনি ৷ এরপর ফের একবার প্রিমিয়র লিগে ফিরে যান 2014 সালে নতুন মরশুমে চেলসিতে সই করেন তিনি ৷ সেখানে 2019 সাল পর্যন্ত ছিলেন ৷ 2019-2022 পর্যন্ত মোনাকো এবং তারপর ইতালির দ্বিতীয় ডিভিশন লিগে কোমোর হয়ে খেলে ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন সেস ফেব্রেগাস ৷

স্প্যানিশ এই মিডফিল্ডারের ট্রফি তালিকা বিশাল ৷ 2010 সালে বিশ্বকাপ জেতেন স্পেনের হয়ে ৷ তারপর দেশের জার্সিতে 2012 সালে ইউরো কাপ জয় ৷ দু’বার প্রিমিয়র লিগের খেতাব জিতেছেন ৷ ইউয়েফা সুপার কাপ একবার, ক্লাবস ওয়ার্ল্ড কাপ একবার, 1টি লা লিগা, একবার কমিউনিটি শিল্ড, 2টি এফএ কাপ, ইংলিশ লিগকাপ 1 বার, কোপা দেল রে একবার এবং স্প্যানিশ সুপার কাপ দু’বার জিতেছেন সেস ফেব্রেগাস ৷

ABOUT THE AUTHOR

...view details