লন্ডন, 2 জুলাই: ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন স্পেন ও বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার সেস ফেব্রেগাস ৷ 36 বছর বয়সে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ওই স্প্যানিশ তারকা ৷ প্রায় 20 বছরের ফুটবল কেরিয়ারে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি ৷ মাত্র 16 বছর বয়সে ইংলিশ প্রিমিয়র লিগে আর্সেনালের হয়ে ক্লাব ফুটবলে আসেন তিনি ৷ ইতালির সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাব কোমো 1907 এর হয়ে শেষ খেলে অবসর ঘোষণা করলেন ফেব্রেগাস ৷
শনিবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট অবসরের কথা ঘোষণা করেন 2010 বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলের এই মিডফিল্ডার ৷ তিনি টুইটে লেখেন, ‘‘এটা খুবই দুঃখের হলেও, আমার বুট তুলে রাখার সময় এসে গেছে ৷’’ বার্সেলোনার অ্যাকাডেমি থেকে ফুটবল খেলা শুরু করলেও, ইউরোপিয়ান ফুটবলে ফেব্রেগাসের আত্মপ্রকাশ হয়েছিল আর্সেনালের হয়ে ৷ মাত্র 16 বছর বয়সে তিনি আর্সেনালের হয়ে অভিষেক করেন ৷ সেই সঙ্গে লন্ডনের এই ক্লাবের হয়ে খেলা সবচেয়ে তরুণ ফুটবলার হয়ে ওঠেন তিনি ৷
2003 সালের অক্টোবর মাসে লিগ কাপের একটি ম্যাচে সেস ফেব্রেগাসের অভিষেক হয় আর্সেনালের জার্সিতে ৷ সেখানে ক্লাবের অধিনায়ক হল ৷ কিন্তু, 2011 সালে বার্সেলোনায় ফিরে আসেন তিনি ৷ অবশ্য ইউরোপ তথা ফুটবল বিশ্বে ততদিনে তিনি তারকা হয়ে উঠেছিলেন ৷ 2006 সালে স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক করেন ৷ আর 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের জয়ের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর ৷ 2016 সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন সেস ৷